নাফিসের মামলার চুড়ান্ত রায় ৯ আগস্ট

Home Page » জাতীয় » নাফিসের মামলার চুড়ান্ত রায় ৯ আগস্ট
বৃহস্পতিবার, ৩০ মে ২০১৩



nafiz-sm201305292013231.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ ফরেনসিক সাইক্রিয়াটিক রিপোর্ট পর্যালোচনা ৯ সন্ত্রাসের অভিযোগে নিউইয়র্কে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের মামলার চূড়ান্ত রায়ের তারিখ আবার পিছিয়েছে। বৃহস্পতিবার এই মামলার রায় দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৯ আগস্ট করা হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে তার বিচার চলছে। চিফ জাস্টিস ক্যারল অ্যামন বৃহস্পতিবার রায় ঘোষণার নতুন তারিখ দেন। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় আদালত বসলে বিচারপতি ক্যারল নাফিসের মামলায় ৬ সপ্তাহের মধ্যে তার ফরেনসিক ও সাইক্রিয়াটিক রিপোর্ট পর্যালোচনা করার নির্দেশ দেন।

ওই রিপোর্ট পর্যালোচনার পরই নাফিসের মামলায় চূড়ান্ত রায় দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে এফবিআই ২০১২ সালের ১৭ অক্টোবর নাফিসকে গ্রেফতার করে। ১৬ নভেম্বর গ্র্যান্ড জুরি অভিযুক্ত করে তাকে।

এরপর সাত মাসেরও বেশি সময় ধরে চলছে নাফিসের বিরুদ্ধে দায়ের করা এই মামলা। নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটির বিচার চলছে। আগে গত ৭ ফেব্রুয়ারি আদালতের কাছে দোষ স্বীকার করে নেন নাফিস। অবশ্য এর আগে ১০ জানুয়ারি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন নাফিস।

বৃহস্পতিবারের শুনানিতে ওয়াশিংটন থেকে দূতাবাসের কূটনীতিকরাও ছিলেন বলে জানিয়েছে সূত্রটি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সরকার নাফিসের কাছে দুটো প্রস্তাব দিয়েছিলো। একটি, দোষ স্বীকার করে নিলে সাজার মেয়াদ কমানো আর অন্যটি হচ্ছে পূর্নাঙ্গ শুনানি। যাতে দোষী হলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদ- হতে পারে। পরে দোষ স্বীকার করে নেন নাফিস।

২০১২ সালের জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর দক্ষিণ-পূর্ব মিসৌরির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাফিস। সাইবার সিকিউরিটি বিষয়ক ওই কোর্স শেষ না করেই জুনের শেষ সপ্তাহে নিউইয়র্কের একটি টেকনিক্যাল কলেজে ভর্তি হন তিনি। পরে এফবিআই’র একটি পরিকল্পিত প্ররোচনায় সাড়া দিয়ে ২০১২ সালের ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দিতে বিস্ফোরক নিয়ে সেখানে যান নাফিস। দ্রুত তাকে ধরে ফেলে এফবিআই। নাফিসকে গ্রেপ্তারের পর ঢাকায় তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সে ষড়যন্ত্রের শিকার।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:১১   ৬২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ