ইমরান এইচ সরকারের চাচাত ভাইয়ের লাশ উদ্ধার

Home Page » জাতীয় » ইমরান এইচ সরকারের চাচাত ভাইয়ের লাশ উদ্ধার
সোমবার, ৪ এপ্রিল ২০১৬



11983.jpegবঙ্গ-নিউজ ডটকমঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের চাচাত ভাইয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

রোববার কুড়িগ্রামের রৌমারীর ব্যাপারী পাড়ার একটি বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায় বলে জানান রৌমারী থানার এসআই মশিউর রহমান।

নিহত দাতাউর রহমান (২৬) লাঠিয়ালডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে। আব্দুস সামাদ ইমরানের আপন চাচা।

এসআই মশিউর বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বেলা সোয়া ২টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

“ধারণা করা হচ্ছে দৃর্বৃত্তরা দাতাউরকে হত্যা করে বাঁশ ঝাড়ে লাশ ঝুলিয়ে রাখে।”

লাশ উদ্ধারের স্থান থেকে ২০০ গজ দূরে দুই ধরনের দুটি স্যান্ডেল, কয়েকটি ব্লেড, সিগারেটের প্যাকেট ও টুকরা পাওয়া যায়। এছাড়া মাটিতে ধস্তাধস্তির আলামতও পাওয়া গেছে বলে জানান তিনি।

“শরীরে পোড়া মবিল লাগিয়ে গলায় গামছা পেঁচানো থাকায় মনে হচ্ছে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য এক স্থানে হত্যার পর অন্য স্থানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।”

রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলার দাগও বোঝা যায় না।

‘কাজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক।’

এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, “আমরা এখনও এই খুনের পেছনে কোনো কারণ খুঁজে পাইনি। ও একজন সাধারণ মানুষ, কারো সঙ্গেই কোনো ঝামেলায় ছিল না।

“তাকে কেন খুন করা হল-সেটা আমরা বুঝতে পারছি না।”

পরিবার থেকে মামলায় আগ্রহী না হওয়ায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২:২২:২২   ২৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ