ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতাধিক প্রার্থীর ভোট বর্জন

Home Page » জাতীয় » ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতাধিক প্রার্থীর ভোট বর্জন
শুক্রবার, ১ এপ্রিল ২০১৬



ec.png বঙ্গ-নিউজ ডটকমঃ সারাদেশে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৬৩৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোট ডাকাতির মহোৎসব চলে। এমতাবস্থায় দেশের জেলাগুলোর বিভিন্ন ইউনিয়নে ব্যালট ছিনতাই, জোট করে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে বিএনপিসহ বিরোধী চেয়ারম্যান পদের শতাধিক প্রার্থীরা ভোট বর্জন করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট : : লালপুর (নাটোর) : বৃহস্পতিবার নাটোরের লালপুর উপজলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি উপজেলার চারটি ইউনিয়নের নির্বাচন বর্জন করেছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। : কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নে জাল ভোটে বাধা দেয়াকে কেন্দ্র করে গোলাগুলিতে শুভ কাজী (১০) নামে শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নির্বাচন বর্জন করেছেন বিএনপি প্রার্থী মো. নুরুল হক রিপন। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ ইউনিয়নের ৫০নং মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের এ কথা জানান তিনি। নুরুল হক রিপন জানান, প্রশাসনের অসহযোগিতা এবং প্রতিপরে জোরপূর্বক কেন্দ্র দখল করে নেয়া ভোটের পরিবেশ এবং নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে। এছাড়া ৫০নং মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় শুভ কাজী নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় নিজের ও ভোটারদের নিরপত্তার স্বার্থে এবং ভোট কারচুপির প্রতিবাদে নির্বাচন বর্জন করেছেন তিনি। : গাজীপুর : জাল ভোট, কেন্দ্র দখল, নেতাকর্মীদের মারধর ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জাঙ্গালিয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী নেছার উদ্দিন নূহ, জামালপুর ইউনিয়নে হারুন অর রশিদ দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম পালোয়ান এবং বাহাদুরশাদী ইউনিয়নে এসএম জয়নাল আবেদীন শেখ। নির্বাচন বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগ, সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটকেন্দ্র দখল করে জোরপূর্বক জাল ভোট প্রদান ও কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। এছাড়া কর্মী সমর্থকদের মারধর ও প্রভাব বিস্তার করে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান করছে বলেও অভিযোগ করেন তারা। : নোয়াখালী : জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন তোতা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার পৌনে ৯টার দিকে ৪নং চরলেংতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই প্রার্থীর স্ত্রীর ব্যালট ছিনতাই করা নৌকায় সিল দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন। : চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী ও ১২ সদস্য প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের ভোটার ও সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেয়ায় রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়ে ভোট বর্জন করেন এসব প্রার্থী। : ঝিনাইদহ : জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ভোট কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। সকাল সোয়া ১০টা দিকে তিনি সাংবাদিক সম্মেলন করে এ ভোট বর্জনের ঘোষণা দেন। : জামালপুর : জেলার কুলকুচা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। : ভোলা: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজ উদ্দিন। সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের কথা জানান। এছাড়া জেলার লালমোহন উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন নির্বাচনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্মৃতি বেগম। বেলা পৌনে ১২টার দিকে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেন। : টাঙ্গাইল : জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচনী কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার অভিযোগ করে তিনি এ ঘোষণা দেন। : চট্টগ্রাম : ব্যালট ছিনতাই ও কেন্দ্র দখলের অভিযোগ এনে চট্টগ্রামের তিন উপজেলায় ৩০ ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি প্রার্থীরা। কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে মিরসরাই, সীতাকু- ও সন্দ্বীপ উপজেলার প্রার্থীরা ভোট বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। সীতাকু- উপজেলার ৩ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। সীতাকু-ে নির্বাচন বর্জনকারীরা হলেন-কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন, বাড়বকু- ইউনিয়নের আবুল কালাম আজাদ ও সোনাইছড়ি ইউনিয়নের নুরুদ্দিন মো.জাহাঙ্গীর চৌধুরী। : শেরপুর : জেলার উরপা ইউনিয়নেরর বিএনপি সমর্থিত প্রার্থী ভোট বর্জন করেছেন। : কুষ্টিয়া : দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেয়ার অভিযাগ পাওয়া গেছে। এছাড়া জাসদের প্রার্থীকে গুলির হুমকিসহ বেশ কিছু অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নে জাসদ প্রার্থী সাবের আলী নির্বাচন বর্জন করেছ।

বাংলাদেশ সময়: ০:০৯:৫১   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ