টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড।

Home Page » ক্রিকেট » টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড।
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬



1459356004.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইংলিশদের ১৫৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।জবাবে, ১৭.১ ওভার ব্যাট করে মাত্র তিনটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। কিউইদের হয়ে ব্যাটিং শুরু করেন মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসন। ইনিংসের শুরু থেকে জ্বলে উঠার ইঙ্গিত দিলেও তৃতীয় ওভারের প্রথম বলেই বিদায় নেন ১২ বলে তিনটি বাউন্ডারিতে ১৫ রান করা গাপটিল। ডেভিড উইলির বলে উইকেটের পেছনে জস বাটলারের গ্লাভসবন্দি হন তিনি।

ইনিংসের ১১তম ওভারে বিদায় নেন উইলিয়ামসন। মঈন আলির বলে মিডঅফে তুলে মারেন কিউই দলপতি। নিজের বলে নিজেই ক্যাচ নেন মঈন। তিনটি চার আর একটি ছক্কায় ২৮ বলে ৩২ রান করে বিদায় নেন উইলিয়ামসন। আউট হওয়ার আগে মুনরোর সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি। এরপর বিদায় নেন মুনরো। ৩২ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৪৬ রান করে মঈন আলির তালুবন্দি হন তিনি। ইনিংসের ১৪তম ওভারে লিয়াম প্লাঙ্কেটের বলে সাজঘরের পথ ধরেন মুনরো।

কোরি অ্যান্ডরসনকে সঙ্গে নিয়ে ২৭ রানের জুটি গড়েন রস টেইলর। ইনিংসের ১৭তম ওভারে আর দলীয় ১৩৪ রানের মাথায় ক্রিস জর্ডানের বলে ইয়ন মরগানের হাতে ধরা পড়েন ৮ বলে ৬ রান করা রস টেইলর।

পরের ওভারে কিউই শিবিরে জোড়া আঘাত হানেন বেন স্টোকস। ১৮তম ওভারের তৃতীয় বলে ডেভিড উইলির হাতে ধরা দিতে বাধ্য হন ৩ রান করা লুক রঞ্চি। পরের বলেই ফেরেন ২৩ বলে দুটি চার আর একটি ছক্কায় ২৮ রান করা কোরি অ্যান্ডারসন। তবে, পঞ্চম বলে হ্যাটট্রিক বঞ্চিত হন স্টোকস। ইনিংসের শেষ ওভারে আক্রমণে এসে স্টোকস ফিরিয়ে দেন ৭ রান করা স্যান্টনারকে।

ইংলিশদের হয়ে উইলি, জর্ডান, প্লাঙ্কেট আর মঈন আলি একটি করে উইকেট দখল করেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বেন স্টোকস। কিউইদের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে শুরুটা দুর্দান্ত করেন জেসন রয় ও অ্যালেক্স হেলস। কোরি অ্যান্ডারসনের প্রথম ওভার থেকে চারটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান তুলে নেন জেসন রয়। দলীয় ৮২ রানের মাথায় ফেরেন হেলস। একটি করে চার ও ছক্কায় ১৯ বলে ২০ রান করে বিদায় নেন তিনি। স্যান্টনারের বলে মুনরোর হাতে ধরা পড়েন ইংলিশ এই ওপেনার।

প্রথম ২৬ বল থেকেই দুই ওপেনার তুলে নেন দলীয় ৫০ রান। ৬২ বলে ইংলিশদের দলীয় শতক আসে। ২৬ বলে অর্ধশতকে পৌঁছেন জেসন রয়। ইংলিশদের হয়ে বিশ্বকাপে এটি দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি। এর আগে ২০১২ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বর্তমান দলপতি ইয়ন মরগান ২৫ বলে অর্ধশতকের দেখা পান। ইনিংসের ১৩তম ওভারে বিদায় নেন জেসন রয়। ইশ সোধির বলে বোল্ড হওয়ার আগে তিনি ৪৪ বল থেকে ১১টি চার আর দুটি ছক্কায় করেন ৭৮ রান। পরের বলেই এলবির ফাঁদে পড়েন দলপতি ইয়ন মরগান।

এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি ইংলিশদের। ২৯ বলে ৪৯ রান করে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় পাইয়ে দেন জস বাটলার ও জো রুট। বাটলার ১৭ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন। আর ২২ বলে তিনটি বাউন্ডারিতে ২৭ রান করে অপরাজিত থাকেন রুট।

বৃহস্পতিবার আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। বিজয়ী দলের সঙ্গে ফাইনালে দেখা হবে ইংল্যান্ডের।

বাংলাদেশ সময়: ০:৪২:২৮   ৪১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ