বহুমাত্রিক মানুষ গড়ে তোলার লক্ষ নিয়ে শুরু করেছে নতুন কর্মসূচি ‘আলোর ইশকুল’।

Home Page » শিক্ষাঙ্গন » বহুমাত্রিক মানুষ গড়ে তোলার লক্ষ নিয়ে শুরু করেছে নতুন কর্মসূচি ‘আলোর ইশকুল’।
মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬



alor-school-310x165.gifআলোর ইশকুল
‘আলোর ইশকুল’ হল স্কুল ও কলেজভিত্তিক উৎকর্ষ কার্যক্রমগুলোর উচ্চতর, ব্যাপকতর ও উৎকর্ষময় পর্যায়। এই কর্মসূচিটির ভেতর দিয়ে উদার দৃষ্টিসম্পন্ন উন্নততর মানুষেরা বড় সংখ্যায় বিকশিত হবে এই আমাদের স্বপ্ন।‘আলোর ইশকুল’ পরিচিতি
যখন আমরা ‘আলোকিত মানুষ’ কথাটা বলি তখন সেই মানুষদের স্বপ্নই হয়তো দেখি, যাঁদের হৃদয়, রেনেসাঁ-মানবদের মতোই, জগতের বহুবিচিত্র জ্ঞান ও বোধের আলোয় প্রজ্বলিত-সেইসব মানুষ যাঁরা মানবজ্ঞানের নানান শাখার সোনালি স্পর্শে, ঐশ্বর্যে ও সৌন্দর্যে কমবেশি দীপান্বিত ও কান্তিমান।

এমনি বহুজ্ঞানঋদ্ধ, বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ও বহুমাত্রিক মানুষ গড়ে তোলার লক্ষ নিয়ে কেন্দ্র শুরু করেছে নতুন কর্মসূচি ‘আলোর ইশকুল’।
১. ‘আলোর ইশকুল’-এর সভ্য হতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্বের আলোক-প্রত্যাশী যেকোনো মানুষ। বিশ্বের সংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র থেকে শুরু করে বিশ্বইতিহাস, ধর্ম, বিজ্ঞান, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, মনস্তত্ত্ব, শিক্ষা, পরিবেশ ইত্যাদিসহ বিশ্ববিদ্যার বহু বিচিত্র শাখার ওপর আয়োজিত ছোট-বড় ১০০টি উৎকর্ষ চক্রের মাধ্যমে প্রতি পাঁচ বছরে একবার করে আবর্তিত হবে চৈতন্যের এই আলোকযাত্রা।
২. এই উৎকর্ষ চক্রগুলো চলবে সমবেত, চকিত ও আনন্দময় চালে- শুধুমাত্র পড়াশোনার চাপে সভ্যদের ভারাক্রান্ত্ম না করে। কর্মসূচি হবে হালকা ও আনন্দমুখর- অনেকটা অন্ত্মরঙ্গ পারিবারিক পরিবেশের মতো, কিন্তু মননদীপিত ও গভীরতাসম্পন্ন। প্রতি আট মাসে গড়ে ১৩টি করে চক্র আয়োজিত হবে। এভাবে পাঁচবছরে শেষ হবে ১০০টি চক্র। এরপর একইভাবে চলতে থাকবে ওই চক্রগুলোর পুনরাবর্তন।

আলোর ইশকুলের কোর্সসমুহ:

প্রথম পর্ব
১. বিশ্বসাহিত্য পাঠচক্র
২. উপমহাদেশীয় ধ্রুপদী নৃত্য
৩. দর্শন চক্র: [পাশ্চাত্য দর্শন]
৪. বাঙালির ইতিহাস: [বাঙালির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন ও বিপস্নব]
৫. গাছ, ফুল ও নিসর্গ পরিচিতি
৬. নাট্যানুষ্ঠান, চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ
৭. চলচ্চিত্র চক্র
৮. ভ্রমণ কর্মসূচি
৯. বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা ও মুক্ত আলোচনা
১০. চিত্রকলা রসাস্বাদন চক্র [আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স]
১১. বিচিত্র বিষয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১২. বিশ্ব ইতিহাস পাঠচক্র
১৩. আবৃত্তি সংঘ

দ্বিতীয় পর্ব
১. চলচ্চিত্র চক্র
২. ফটোগ্রাফি কোর্স
৩. উপমহাদেশীয় উচ্চাঙ্গ সংগীত চক্র
৪. মানবসমাজের ক্রমবিকাশের ধারা
৫. বিভিন্ন দেশের উৎসব (প্রামাণ্যচিত্রের মাধ্যমে)
৬. ২০টি শ্রেষ্ঠ বইয়ের ওপর বিভিন্ন বক্তার বক্তৃতা
৭. ইকেবানা [জাপানী পদ্ধতির ফুল সাজানো]
৮. বিজ্ঞানের অগ্রযাত্রা ও মানবসভ্যতার ওপর তার প্রভাব
৯. বিচিত্র বিষয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনী
১০. স্থাপত্যশিল্পের নান্দনিক সৌন্দর্য
১১. ভ্রমণ কর্মসূচি
১২. বিভিন্ন বিষয়ে নিয়মিত বক্তৃতা ও মুক্ত আলোচনা
১৩. নাট্যানুষ্ঠান, চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ
১৪. বিশ্বসাহিত্য পাঠচক্র
১৫. আবৃত্তি সংঘ

বাংলাদেশ সময়: ১৩:৫৮:০৪   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

শিক্ষাঙ্গন’র আরও খবর


মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
এ মাসেই হতে পারে এসএসসি’র ফল প্রকাশ
এইচএসসি বাংলায় সাম্প্রদায়িকতা: ৫ শিক্ষক চিহ্নিত
প্রায় ৪ বছর ভারপ্রাপ্ত থেকে পূর্নাঙ্গ প্রক্টর হলেন জাবির আ.স.ম ফিরোজ-উল-হাসান
কারিগরি বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত !
সারাদেশে ১২ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে রোববার

আর্কাইভ