প্লাস্টিক খুব সহজেই দ্রবীভূত করতে পারে এই ব্যাকটেরিয়া।

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » প্লাস্টিক খুব সহজেই দ্রবীভূত করতে পারে এই ব্যাকটেরিয়া।
মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬



photo-1457774601.jpg

ব্যবহৃত প্লাস্টিক বোতল সমুদ্রে আশঙ্কাজনক পরিমাণে জমছে। এতে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে বলে ডব্লিউইএফ মনে করছে। ছবি : সংগৃহীত

বঙ্গ-নিউজ ডটকমঃ  প্লাস্টিক খায় এমন ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছে জাপানের একদল বিজ্ঞানী। এই আবিষ্কারের ফলে প্লাস্টিক দূষণ থেকে পৃথিবী মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

সিএনএনের এক খবরে বলা হয়, পলিথিলিন টেরেফথ্যালেট (পিইটি) নামে পরিচিত প্লাস্টিক খুব সহজেই দ্রবীভূত করতে পারে এই ব্যাকটেরিয়া। আর এই প্লাস্টিক পানির বোতল ও কসমেটিকসের মোড়ক হিসেবেই সাধারণত বেশি ব্যবহার করা হয়।

শুক্রবার বিজ্ঞান সাময়িকী সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়, ইডিওনেলা স্যাকেনসিস নামের ব্যাকটেরিয়া দুই ধরনের অ্যানজাইম ব্যবহার করে। এতে পানির সঙ্গে প্লাস্টিকের বিক্রিয়া ঘটে। এর পর আস্তে আস্তে প্লাস্টিক দ্রবীভূত হয়। এই দ্রবণ ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) তথ্যমতে, বিশ্বে ব্যবহৃত এক-তৃতীয়াংশ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে না। ফলে দিনের পর দিন তা স্তূপ হচ্ছে।

বিশ্বের ১৮০ বিজ্ঞানীর মতামত ও ২০টির বেশি বিশ্লেষণ প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে ডব্লিউইএফ জানিয়েছে, বিশ্বে ব্যবহৃত মাত্র ১৪ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করা হয়। এই ধারা চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে।

প্রতিবেদনে বলা হয়, এ ধরনের ব্যাকটেরিয়ার আবিষ্কার পৃথিবীর জন্য খুবই ভালো খবর। এই ব্যাকটেরিয়া সমুদ্রে প্লাস্টিক স্তূপ ধ্বংস করতে পারবে।

বাংলাদেশ সময়: ১২:৫০:৫৪   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ