সুপার হিরো’ পাঁচ টাইগার

Home Page » আজকের সকল পত্রিকা » সুপার হিরো’ পাঁচ টাইগার
মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬



 cphB1caTmeq4

বঙ্গ-নিউজ ডটকমঃ
টি ২০ বিশ্বকাপের সুপার টেন পর্বে চার ম্যাচের সবক’টিতে হারলে কী হবে, মাশরাফিদের জন্য ভালো খবরও আছে। যা হতাশার মধ্যে খানিকটা আনন্দ দেবে। বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় বাংলাদেশের খেলোয়াড়রা বেশ ভালোভাবেই জায়গা করে নিয়েছেন। শীর্ষ ১০ জন ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে ছয়জন বাংলাদেশের। এদিকে টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালের আগে এই আসরের ৫০ জন ক্রিকেটারকে নিয়ে আইসিসি ‘সুপার হিরোজ’ শিরোনামে একটি তালিকা তৈরি করেছে। তাতে বাংলাদেশের রয়েছেন পাঁচজন। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান। টি ২০ বিশ্বকাপ নকআউট পর্বে প্রবেশ করেছে। বাকি শুধু দুটি সেমিফাইনাল ও ফাইনাল। তার আগে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে রয়েছেন তামিম ইকবাল। প্রথম পর্ব ও সুপার টেন মিলে তার রান ২৯৫। গড় ৭৩.৭৫। স্ট্রাইক রেট ১৪২.৫১। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি ২০-তে সেঞ্চুরি করেছেন তিনি এবার। হাফসেঞ্চুরিও একটি। শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের তামিম ইকবাল ছাড়াও রয়েছেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। সাত ম্যাচে ১৪৭ রান নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন সাব্বির। গড় ২৪.৫০। স্ট্রাইক রেট ১২৩.৫২। আর ৩২.২৫ গড় ও ১২৬.৪৭ স্ট্রাইক রেট নিয়ে নবম স্থানে আছেন সাকিব। তার রান ১২৯। শীর্ষ ১০ বোলারদের তালিকায় অবশ্য সাকিব উপরে রয়েছেন, তিন নম্বরে। সাত ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। পঞ্চম স্থানে থাকা মুস্তাফিজুর রহমান নয় উইকেট পেয়েছেন। তবে ম্যাচ খেলেছেন তিনি কম, মাত্র তিনটি। সুপার টেনে বাংলাদেশের শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন এই বাঁ-হাতি পেসার। শীর্ষ দশে বাংলাদেশের আরেক বোলার হলেন আল-আমিন। তিনি আছেন অষ্টম স্থানে। সাত ম্যাচে তার শিকার আট উইকেট।

বাংলাদেশ সময়: ১০:৩৭:২৭   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ