চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য: ড.শিরীণ আখতার

Home Page » প্রথমপাতা » চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য: ড.শিরীণ আখতার
মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬



ctg-university.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ প্রথমবারের মতো একজন নারী অধ্যাপক এ পদে নিয়োগ পেলেন। গত বছরের ১৫ জুন থেকে এ পদটি শূন্য ছিল।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে উপ-উপাচার্য নিয়োগ সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতারকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আজকেই দায়িত্ব গ্রহণ করবেন।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন। আমি ওনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-শিক্ষক কল্যাণে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজট দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য। সবাইকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই।’

গত বছরের ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের ১৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. ইফতেখার ‍উদ্দিন চৌধুরী। এর আগ পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। তার উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদটি শূন্য হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০:০৬:৫৩   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ