রাজধানীতে বৃষ্টি নামলো

Home Page » প্রথমপাতা » রাজধানীতে বৃষ্টি নামলো
সোমবার, ২৮ মার্চ ২০১৬



image_227562rain2.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ অবশেষে চৈত্রের খরতাপের স্বস্তি হয়ে নামলো বৃষ্টি। সোমবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। যা গত কয়েকদিনের দাপদাহের পর রাজধানীবাসীকে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।যেকোনো সময় বৃষ্টি নামতে পারে, সোমবার সকাল থেকেই আবহাওয়ায় এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছিলো। এমন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় এক পশলা বৃষ্টি হয়। একই সময়ে নতুন বাজার এলাকায়ও বৃষ্টির খবর পাওয়া যায়।

তবে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানে রোববার (২৭ মার্চ) রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় খবর পাওয়া গেছে। কোনো কোনো স্থানে তা সোমবার সকালেও ঝরেছে।

আবহাওয়া দফতর বলছে, চলতি মাসের বাকি দিনগুলোতে তো বটেই, স্বস্তির এই আবহ বিরাজ করবে আগামী মাসের প্রথম সপ্তাহেও।

এদিকে, মঙ্গলবার ৮০ শতাংশ, বুধবার ৯০ শতাংশ, বৃহস্পতিবার ৬০ শতাংশ, শুক্রবার ৯০, শনিবার ৬০ ও রোববার ৯০ শতাংশ সম্ভাবনা আছে বজ্রসহ বৃষ্টির।

এর আগে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার জানায়, দুপুরের পর দিনের শেষ নাগাদ বা সন্ধ্যার দিকে রাজধানীতে বজ্রবৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসময় তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

একইভাবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারও বজ্রবৃষ্টির কথা বলছে আকু ওয়েদার। এর মধ্যে মার্চের শেষ দিন বৃহস্পতিবার সকালেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অর্থাৎ এপ্রিলের প্রথম দিন বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও আকাশ থাকবে মেঘলা। সেই সঙ্গে কমবে তাপমাত্রা।

তবে ২ এপ্রিল (শনিবার) থেকে ফের বৃষ্টি শুরু হয়ে থেমে থেমে তা ৬ এপ্রিল (বুধবার) পর্যন্ত গড়াবে। এরপর বৃষ্টি কমে এলে ফের চৈত্রের খরতাপে ভুগতে হবে জনসাধারণকে। এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানাচ্ছে আকু ওয়েদার।

মাসের শেষ ও আগামী মাসের শুরুর দিনগুলোতে বাংলাদেশের আবহাওয়ার বিষয়ে একই বার্তা দিয়েছে বিবিসি ওয়েদারও।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ
পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর ফলে বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের দু’এক
জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩:১২:২১   ৫৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ