গুলজারের হাত থেকে বই উপহার পেলেন রুনা

Home Page » বিনোদন » গুলজারের হাত থেকে বই উপহার পেলেন রুনা
রবিবার, ২৭ মার্চ ২০১৬



photo.jpg

বঙ্গ-নিউজ ডটকমঃ

বিনোদন ডেস্কঃ ভারতের প্রখ্যাত কবি, গীতিকার, চলচ্চিত্র পরিচালক গুলজার এখন ঢাকায়। বলা বাহুল্য সুচিত্রা সেন অভিনীত হিন্দি ছবি ‘আন্ধি’ ও শর্মিলা ঠাকুরের ‘মৌসম’ ছবির পরিচালক গুলজার। তবে তার বড় পরিচয় গীতিকার। ১৯৬৩ সালে ‘বন্দিনী’র মাধ্যমে গীতিকার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাহুল দেব বর্মণ, সলিল চৌধুরী, বিশাল ভরদ্বাজ ও এ.আর. রহমানের মতো অসংখ্য সংগীত পরিচালক তার লেখা গান শুরু করেছেন। এখনও দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। ভারতের তৃতীয় বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড, সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, একটি অস্কার, একটি গ্র্যামি ও ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড- সবই পেয়েছেন গুলজার। তার সঙ্গে এসেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।দুজনেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় আসেন।

দু’জনকেই নেমন্তন্ন করেছিলেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে রুনার বাসায় বেড়াতে যান গুলজার ও অমিত কুমার। তারা আড্ডা দিয়েছেন, রাতের খাবারও খেয়েছেন একসঙ্গে। রুনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দিয়েছেন গুলজার।যে বইটি গুলজার লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর আলমগীর কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরও। তিনি সময়ের কণ্ঠস্বরকে  জানান, খুবই আনন্দঘন সময় কেটেছে তাদের। পরিবারের সবাই মিলে এ দুজন বিশিষ্ট অতিথির সঙ্গে লম্বা সময়ং আড্ডা দেন। এ সময় দু্ই দেশের সমাজিক ও সাংস্কৃতিক বিষয় গুলোই প্রাধান্য পেয়েছে। তাদের আলাপে ছিল ক্রিকেটও।

এ সংবাদটি রুনা লায়লা নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লিখেন, গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।শুক্রবার রাত ৮টায় রাজধানীর র‌্যাডিসন ব্লুওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে লেইজার বাংলাদেশের একটি অনুষ্ঠানে আবৃত্তি করেন গুলজার। একই অনুষ্ঠানে গান গান অমিত কুমারও। মূলত এ উদ্দেশেই তাদের এবারের বাংলাদেশ সফর।

- See more at: http://www.somoyerkonthosor.com/archives/371688#sthash.EImWNy0Q.dpuবিনোদন ডেস্কঃ ভারতের প্রখ্যাত কবি, গীতিকার, চলচ্চিত্র পরিচালক গুলজার এখন ঢাকায়। বলা বাহুল্য সুচিত্রা সেন অভিনীত হিন্দি ছবি ‘আন্ধি’ ও শর্মিলা ঠাকুরের ‘মৌসম’ ছবির পরিচালক গুলজার। তবে তার বড় পরিচয় গীতিকার। ১৯৬৩ সালে ‘বন্দিনী’র মাধ্যমে গীতিকার হিসেবে কাজ শুরু করেন। এরপর রাহুল দেব বর্মণ, সলিল চৌধুরী, বিশাল ভরদ্বাজ ও এ.আর. রহমানের মতো অসংখ্য সংগীত পরিচালক তার লেখা গান শুরু করেছেন। এখনও দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। ভারতের তৃতীয় বেসামরিক সম্মাননা পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি অ্যাওয়ার্ড, সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ২০টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, একটি অস্কার, একটি গ্র্যামি ও ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড- সবই পেয়েছেন গুলজার। তার সঙ্গে এসেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।দুজনেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় আসেন।

দু’জনকেই নেমন্তন্ন করেছিলেন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে রুনার বাসায় বেড়াতে যান গুলজার ও অমিত কুমার। তারা আড্ডা দিয়েছেন, রাতের খাবারও খেয়েছেন একসঙ্গে। রুনাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর নিজের লেখা বই উপহার দিয়েছেন গুলজার।যে বইটি গুলজার লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে।

এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর আলমগীর কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরও। তিনি সময়ের কণ্ঠস্বরকে জানান, খুবই আনন্দঘন সময় কেটেছে তাদের। পরিবারের সবাই মিলে এ দুজন বিশিষ্ট অতিথির সঙ্গে লম্বা সময়ং আড্ডা দেন। এ সময় দু্ই দেশের সমাজিক ও সাংস্কৃতিক বিষয় গুলোই প্রাধান্য পেয়েছে। তাদের আলাপে ছিল ক্রিকেটও।
এ সংবাদটি রুনা লায়লা নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লিখেন, গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।

শুক্রবার রাত ৮টায় রাজধানীর র‌্যাডিসন ব্লুওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে লেইজার বাংলাদেশের একটি অনুষ্ঠানে আবৃত্তি করেন গুলজার। একই অনুষ্ঠানে গান গান অমিত কুমারও। মূলত এ উদ্দেশেই তাদের এবারের বাংলাদেশ সফর।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪১   ৪৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ