অস্ট্রেলিয়াকে টার্গেট ১৫৭ রানে,মাহমুদউল্লাহ রিয়াদের লড়াইয়ের???

Home Page » ক্রিকেট » অস্ট্রেলিয়াকে টার্গেট ১৫৭ রানে,মাহমুদউল্লাহ রিয়াদের লড়াইয়ের???
সোমবার, ২১ মার্চ ২০১৬



mahmudullah-900x450.jpg    বঙ্গ-নিউজ ডটকমঃ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২৯ বলে ৪৯ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। আর মাহমুদউল্লাহর এই ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইতোমধ্যে ২ উইকেট হারিয়েছে মাশরাফির দল। ওপেনার সৌম্য সরকারের পর আউট হয়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাব্বির রহমানও। তাদের দুজনের পথে হেঁটেছেন ওপেনার মোহাম্মদ মিঠুন। তবে যাওয়ার আগে ২২ বলে ২৩ রান করেছেন তিনি। বাংলাদেশকে ভরসা দিচ্ছিল সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসানের ব্যাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বরাবরই ভালো ব্যাট করেন তিনি। সোমবার রাতেও করেছেন। ২৪ বলে ৩৩ রান তুলেছিলেন। কিন্তু এরপরই ছন্দ পতন। আউট হয়ে গেছেন সাকিব। ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১২ রান। ক্রিজে রয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিক জুটি। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার টস ভাগ্য মোটেও ভালো যাচ্ছে না। তাই সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে টস জিততে পারছে না বাংলাদেশও। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ বিশ্বকাপের ম্যাচেও টস হেরে গেছেন মাশরাফি। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অসুস্থতার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশের ইনিংস ওপেন করতে নেমেছিলেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২ রানেই সাজঘরে পথ ধরেছেন সৌম্য। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ১ রান করে শেন ওয়াটসনের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দিয়েছেন তিনি। অন্যদিকে, সাব্বির বেশ ভালোই খেলছিলেন। তবে ১৭ বলে ১২ রান করে তিনিও ওয়াটসনের বলে আউট হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ময়দানী লড়াই শুরু এই দুই দলের। সুপার টেন পর্বে দুই দলই নিজ নিজ প্রথম ম্যাচ হেরেছে। ফলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি ‘মাস্ট উইন গেম’; জিততেই হবে।

বাংলাদেশ সময়: ২১:৪৯:০১   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ