প্রচ্ছদ বাংলাদেশ সরকার বিদেশিদের জন্য নাগরিকত্ব ফি দ্বিগুণ হলো

Home Page » সারাদেশ » প্রচ্ছদ বাংলাদেশ সরকার বিদেশিদের জন্য নাগরিকত্ব ফি দ্বিগুণ হলো
সোমবার, ২১ মার্চ ২০১৬



e3fcb4430d92c23f8bfc07ff1c92737e-pm.jpg বঙ্গ-নিউজ ডটকমঃ বিদেশিদের জন্য বাংলাদেশের নাগরিকত্ব ফি দ্বিগুণ করা হয়েছে। জাতীয় শিল্পনীতিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত করে ওই আইনের খসড়া আজ সোমবার মন্ত্রিসভা অনুমোদন করেছে।

সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, ২০১০ সালের শিল্পনীতিতে কোনো বিদেশি পাঁচ লাখ মার্কিন ডলার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে বাংলাদেশের নাগরিক হতে পারতেন। নতুন শিল্পনীতিতে ১০ লাখ মার্কিন ডলার দিয়ে তাঁদের নাগরিকত্ব নিতে হবে। এ ছাড়া আগের শিল্পনীতিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ১০ লাখ মার্কিন ডলার স্থানান্তর করলে নাগরিকত্ব পাওয়া যেত। নতুন শিল্পনীতিতে কোনো বিদেশিকে নাগরিকত্ব পেতে হলে ২০ লাখ মার্কিন ডলার স্থানান্তর করতে হবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, পাঁচ বছরের জন্য কোনো বিদেশি বাংলাদেশে বৈধভাবে বসবাস করতে চাইলে, এর জন্য তাঁদের ফি দিতে হতো ৭৫ হাজার মার্কিন ডলার। আর এখন এর জন্য ফি দিতে হবে দুই লাখ মার্কিন ডলার।
মন্ত্রিসভার বৈঠকে আজ সেনা নিবাস আইন ২০১৬ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হলেও তা পরীক্ষা-নিরীক্ষা করে আবার মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলা হয়েছে। এ ছাড়া আজকের সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) আইন ২০১৬ এর খসড়া ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৯   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ