‘সংসার, অভিনয় নিয়ে খুব ভালো আছি’।

Home Page » ফিচার » ‘সংসার, অভিনয় নিয়ে খুব ভালো আছি’।
মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬



 Untitled-21458037627

বঙ্গ-নিউজ ডটকমঃ

লাক্স তারকা ইশরাত জাহান চৈতী। গত অক্টোবরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তারপর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সব ব্যস্ততা ছাপিয়ে আবারো অভিনয়ে সরব হয়ে উঠেছেন অভিনেত্রী চৈতী। বিয়ের পর সংসার নিয়ে-ই চৈতীর মূল ভাবনা ছিল। তাই অভিনয় থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। কিন্তু চৈতীর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অভিনয়ে ফেরার উৎসাহ দেন। তারপরই নিজের পছন্দের জায়গায় ফিরেছেন বলে জানান এই অভিনেত্রী। এ প্রসঙ্গে রাইজিংবিডিকে ইশরাত জাহান চৈতী বলেন, ‘সংসার ও অভিনয় নিয়ে খুব ভালো আছি। পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারনেই এতদিন অভিনয়ে ছিলাম না। বিয়ে ও সাংসারিক কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি। এখন থেকে নিয়মিত অভিনয় করব।’ সম্প্রতি নীল চিরকুট শিরোনামের একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন চৈতী। এতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে তাকে। শান্তা মারিয়ার রচনায় নাটকটি পরিচালনা করছেন শাহিন রিজভী। এ নাটক প্রসঙ্গে চৈতী বলেন, ‘এ নাটকে আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছি। আমি উচ্চ বিত্ত পরিবারের একজন মেয়ে। এক বন্ধুকে আমি পছন্দ করি। ও কবিতা লেখে। ওর সৃজনশীলতায় আমি মুগ্ধ। কিন্তু আমার পারিপারিক স্ট্যাটাসের সাথে ও মানান সই না। তারপরের ঘটনা আর বলা যাবে না।’ সম্প্রতি রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে এই ধারাবাহিক নাটকের। নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। অনাকাঙ্খিত সত্য শিরোনামে একটি একক নাটকে কাজ করেছেন চৈতী। এতে মিশু সাব্বিরের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। ১৭ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনেটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি। তা ছাড়াও নজরুলের পরিচালনায় নতুন ধারাবাহিক মানে না মন শিরোনামের নাটকে অভিনয় করবেন তিনি। দেখা যাবে, সজলের বিপরীতে মেঘলা নামের একটি একক নাটকে। হাতে রয়েছে আরেকটি ডকুমেন্টারির কাজও।


স্বামীর সঙ্গে চৈতী নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেও গান চৈতীর অন্যতম দূর্বল জায়গা। তিনি একজন নজরুল সংগীতশিল্পী। ২০০৮ সালে লাক্স সুন্দরী হওয়ার পর গায়িকা চৈতী অভিনয়ের প্রতি ঝুঁকে পড়েন। চৈতী অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শাহজাহান চৌধুরী পরিচালিত ‘মধুমতি’। উল্লেখযোগ্য নাটক হলো- ‘প্রতিপক্ষ’ ‘জীবন সংসার’ প্রভৃতি।

বাংলাদেশ সময়: ১৯:১০:২৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ফিচার’র আরও খবর


অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
“ম্রো’ আদিবাসীর গো হত্যা’ অনুষ্ঠাণ ” - তানিয়া শারমিন
আলোকিত স্বপ্ন নিয়ে তৃতীয় বর্ষে রবিকর ফাউন্ডেশন
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন রক্ষায় প্রয়োজন জেন্ডার সংবেদনশীল নীতির পর্যালোচনা
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
মোহাম্মদ শাহ আলমের জীবন ও কর্ম
ইসফাহান নেসফে জাহান
সিলেটে গ্রুপ ফেডারেশনের কর্মশালায় বির্তকিত মুরাদ- আয়োজকদের দুঃখ প্রকাশ
ডলারের দাম যেভাবে বাড়ছে, টাকার দাম কেন কমছে

আর্কাইভ