৪ রান হলেই সাকিবের ইতিহাস।

Home Page » ক্রিকেট » ৪ রান হলেই সাকিবের ইতিহাস।
সোমবার, ১৪ মার্চ ২০১৬



 Sakib1457942831

বঙ্গ-নিউজ ডটকমঃ

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে নতুন মাইলফলকের হাতছানি। ক্যারিয়ারে অনেক কিছুই অর্জন করেছেন সাকিব। সেই সাফল্যের খাতায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে আরেকটি অর্জন। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ হাজার রান ও ৫০ উইকেটের হাতছানি সাকিবের সামনে। টি-টোয়েন্টিতে সাকিব চলতি বছরের শুরুতেই ৫০ উইকেটের স্বাদ পেয়েছেন। ২২ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান সাকিব। বল হাতে ধারাবাহিকভাবে দূত্যি ছড়ানো সাকিব ৪ রান করলেই ক্রিকেটের সবচেয়ে সীমিত পরিসরের আসর টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক ছুঁবেন। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটে হাজার রান করবেন বাহাতি এ ব্যাটসম্যান। রোববার ওমানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া তামিম হাজার রান পূর্ণ করেন। বিশ্বকাপে বাংলাদেশ সুপার টেনে উঠেছে। মূল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি হবে। ওমানের বিপক্ষে ব্যাট ও বল হাতে সমানতালে জ্বলে উঠা সাকিব পাকিস্তানের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রাখবে এমনটাই প্রত্যাশা। সাকিব ৯ বলে ১৭ রান করেন ২ চার ও ১ ছক্কায়। বল হাতে ১৫ রানে নেন ৪ উইকেট। বিশ্বমঞ্চে সাকিবের ব্যক্তিগত সাফল্য নিশ্চিতভাবেই উৎসবের মঞ্চে বাড়তি রঙ ছড়াবে। নতুন গৌরব অর্জন করবেন সাকিব, বাংলাদেশ। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাকিস্তানের শহীদ আফ্রিদি ৯৪ ম্যাচে ব্যাট হাতে ১ হাজার ৩১৫ রান ও বল হাতে ৯৩ উইকেট নিয়েছেন। বুমবুম আফ্রিদি একমাত্র ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। নিজের নামের পাশে ৪ রান যোগ করলেই সাকিব আফ্রিদির পরের স্থানে ঠাঁই পাবেন। টি-টোয়েন্টির শীর্ষ ছয় অলরাউন্ডার নাম দেশ ম্যাচ রান উইকেট মোহাম্মদ হাফিজ পাকিস্তান ৭৫ ১৫৪৫ ৪৬ শোয়েব মালিক পাকিস্তান ৭৪ ১৩৭২ ২৫ শহীদ আফ্রিদি পাকিস্তান ৯৪ ১৩১৫ ৯৩ শেন ওয়াটসন অস্ট্রেলিয়া ৫২ ১৩১৫ ৪২ যুবরাজ সিং রান ভারত ৫১ ১০৮২ ২৭ সাকিব আল হাসান বাংলাদেশ ৫০ ৯৯৬ ৬১ ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ৫৫ ৯৯১ ৪০ প্রসঙ্গত, অলরাউন্ডার হিসাব করার ক্ষেত্রে প্রথমে রান বিবেচনায় আনা হয়। এরপর উইকেট। সেভাবে অলরাউন্ডার তালিকা তৈরী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:৪৯   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ