প্রতিদিন কী খাবেন, কতটা খাবেন

Home Page » স্বাস্থ্য ও সেবা » প্রতিদিন কী খাবেন, কতটা খাবেন
শনিবার, ৫ মার্চ ২০১৬



eating0বঙ্গনিউজ ডটকমঃপ্রতিদিন আপনি কী কী খাবেন ও কতটা পরিমাণে খাবেন তা কি জানেন? কিছু কিছু উপাদান রোজ নির্দিষ্ট কিছু পরিমাণে খাওয়া উচিত।

জেনে নেওয়া যাক সেগুলো-

ক্রুসিফেরাস ভেজিটেবল
ব্রোকোলি, বাঁধাকপি, ফুলকপি, সবুজ শাক, মূলা, শালগম, শালুক ইত্যাদি।

পরিমাণ- সব মিলিয়ে পরিমাণে প্রতিদিন অর্ধেক কাপ বা শুধু ব্রোকোলি হলে কোয়ার্টার কাপ।

সবুজ শাক-সবজি 
ঋতুকালীন সবুজ শাক-সবজি, সালাদের উপকরণ ইত্যাদি।
পরিমাণ- এক কাপ কাঁচা বা অর্ধেক কাপ রান্না করা খাওয়া উচিত।

অন্য সবজি
শতমূলী, বিট, মরিচ, গাজর, ভূট্টা, রসুন, মাশরুম, পেঁয়াজ, কুমড়া, ডাল, মিষ্টি আলু, টমেটো ইত্যাদি।

পরিমাণ- কাঁচা পাতাযুক্ত সবজি এক কাপ, অর্ধেক কাপ রান্না করা পাতাহীন সবজি, অর্ধেক কাপ ভেজিটেবল জুস ও কোয়ার্টার কাপ শুকনো মাশরুম।

বিন
কালো বিন, মটরশুটি, কালো ডাল, বাটার বিন, সয়াবিন, বেকড বিন, ছোলা, ডাল, কিডনি বিন, ডাল, মিসো, পিন্টো বিন, হুম্মাস (ম্যাসড বিন), টফু ইত্যাদি।

পরিমাণ- কোয়ার্টার কাপ হুম্মাস, অর্ধেক কাপ রান্না করা যেকোনো বিন অথবা এক কাপ ডাল বা অঙ্কুরিত ছোলা।

বেরি
আঙুর, কিশমিশ, ব্ল্যাকবেরি, চেরি, রেসবেরি ও স্ট্রবেরি।
পরিমাণ- অর্ধেক কাপ ফ্রেশ বেরি বা কোয়ার্টার কাপ ড্রাই বেরি।

অন্য ফল
আপেল, অ্যাপ্রিকট, অ্যাভোকাডো, কলা, ফুটি তরমুজ, খেজুর, ডুমুর, জাম্বুরা, তরমুজ, কিউই, লেবু, লিচু, আম, কমলালেবু, পেঁপে, পিচ, নাশপতি, আনারস, বরই, ডালিম , আলুবোখারা ইত্যাদি।
পরিমাণ- কয়েকরকম ফল মিলিয়ে এক কাপ বা একটি মাঝারি সাইজের ফল বা এক কাপ ডাই ফ্রুট।

বাদাম
দিনে কোয়ার্টার কাপ বা দুই টেবিল চামচ পিনাট, অ‍ামন্ড বা অন্যান্য বাদাম বাটার।

মসলা
এক চা চামচের চার ভাগের একভ‍াগ হলুদগুঁড়া বা যেকোনো মসলা।

শস্যদানা
ভাত, ক্যারল, পাস্তা, ব্রেড ইত্যাদি।
পরিমাণ- অর্ধেক কাপ ভাত বা পাস্তা, এক কাপ ক্যারল, এক স্লাইস ব্রেড, অর্ধেক বাগেল।

পানি
দিনে ৩৪০ মিলি গ্লাসের পাঁচ গ্লাস।

এসব খাবারের পাশাপাশি দিনে অন্তত ৯০ মিনিট সময় নিয়ে ব্যায়াম বা হাঁটতে হবে।

বাংলাদেশ সময়: ১১:১৪:৩১   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ