১২ দিনে শেষ হলো কান চলচিত্রের মহাযজ্ঞ

Home Page » এক্সক্লুসিভ » ১২ দিনে শেষ হলো কান চলচিত্রের মহাযজ্ঞ
বুধবার, ২৯ মে ২০১৩



wool1.jpgবঙ্গ-নিউজ ডটকম : ১২ দিনের মহাযজ্ঞ শেষ হয়েছে আর কান চলচ্চিত্র উৎসব থেকে এবারে পাম দ’র জিতল ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার ছবিটি। ফরাসি-তিউনিসিয়ান পরিচালক আবদুললতিফ কিশিসের এই ছবিটি নিয়ে ছিল খানিক বিতর্কও! দুই অসম বয়সী নারীর ভালোবাসার সম্পর্কের গল্প নিয়ে এই ছবি। গ্র্যাঁ প্রিঁ জিতলেন এথান কোয়েন ও জোয়েল কোয়েন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ইনসাইড লিওয়েইন ডেভিস ছবিটির পরিচালক ভ্রাতৃদ্বয়। ১৯৯১ সালে অবশ্য স্বর্ণ পাম ঘরে তুলেছিলেন তাঁরা। জুরি প্রাইজ গেছে কোর-এদা হিরোকাজুর হাতে। লাইক ফাদার, লাইক সান ছবিটি বানিয়ে পুরস্কারটি জিতলেন এই জাপানি পরিচালক। সেরা পরিচালকের পুরস্কার ঘরে তুললেন মেক্সিকোর আমাত এসকালেনতে, হেলি ছবিটির জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর স্বভাবতই উচ্ছ্বসিত বেরেনাইস বেজো, ‘কিছু একটা পেয়েছি যা কেবল আমার জন্যই—কল্পনাও করতে পারছি না এটা!’ দ্য পাস্ট ছবিতে অভিনয় করে পুরস্কারটি জিতলেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ফরাসি অভিনেত্রী। আর সেরা অভিনেতার মুকুট উঠেছে ব্রুস ডার্নের মাথায়, নেবরাসকা ছবিতে অভিনয়ের সুবাদে।  মহাযজ্ঞ শেষ হয়েছে আর কান চলচ্চিত্র উৎসব থেকে এবারে পাম দ’র জিতল ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার ছবিটি। ফরাসি-তিউনিসিয়ান পরিচালক আবদুললতিফ কিশিসের এই ছবিটি নিয়ে ছিল খানিক বিতর্কও! দুই অসম বয়সী নারীর ভালোবাসার সম্পর্কের গল্প নিয়ে এই ছবি। গ্র্যাঁ প্রিঁ জিতলেন এথান কোয়েন ও জোয়েল কোয়েন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ইনসাইড লিওয়েইন ডেভিস ছবিটির পরিচালক ভ্রাতৃদ্বয়। ১৯৯১ সালে অবশ্য স্বর্ণ পাম ঘরে তুলেছিলেন তাঁরা। জুরি প্রাইজ গেছে কোর-এদা হিরোকাজুর হাতে। লাইক ফাদার, লাইক সান ছবিটি বানিয়ে পুরস্কারটি জিতলেন এই জাপানি পরিচালক। সেরা পরিচালকের পুরস্কার ঘরে তুললেন মেক্সিকোর আমাত এসকালেনতে, হেলি ছবিটির জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর স্বভাবতই উচ্ছ্বসিত বেরেনাইস বেজো, ‘কিছু একটা পেয়েছি যা কেবল আমার জন্যই—কল্পনাও করতে পারছি না এটা!’ দ্য পাস্ট ছবিতে অভিনয় করে পুরস্কারটি জিতলেন আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই ফরাসি অভিনেত্রী। আর সেরা অভিনেতার মুকুট উঠেছে ব্রুস ডার্নের মাথায়, নেবরাসকা ছবিতে অভিনয়ের সুবাদে।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৪৯   ৫৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ