আর ফাঁকি দিতে পারবেন না সালমান!

Home Page » বিনোদন » আর ফাঁকি দিতে পারবেন না সালমান!
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬



সালমান খান

বঙ্গনিউজ ডটকমঃ যতবারই তাঁর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় এসেছে; সংবাদমাধ্যম থেকে শুরু করে স্বজন, পরিবার—সবাইকে কৌশলে এটা-ওটা বলে, বিভিন্ন কারণ টেনে এনে বিষয়টি বরাবর এড়িয়ে গেছেন বলিউডের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর’ খেতাব পাওয়া অভিনেতা সালমান খান। কিন্তু এবার বোধ হয় আর বিষয়টি এড়িয়ে যেতে পারবেন না তিনি। সালমানের বিয়ের জন্য একেবারে আদাজল খেয়েই মাঠে নেমেছেন এই তারকা অভিনেতার মা-বাবা। বিয়ের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তাঁরা।

 

এ প্রসঙ্গে সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খানের বরাতে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান খানের বাবা ও মা দুজনেই এই তারকা অভিনেতাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যথেষ্ট অজুহাত দেখানো হয়েছে, আর নয়! এই এপ্রিলের মধ্যেই বিয়ের বিষয়টি চূড়ান্ত করতে হবে। কিন্তু পাত্রী?

পাত্রী সেই রোমানীয় মডেল ও টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুর।

এর আগে সেলিম খান ও সালমা খান যতবারই তাঁদের আদরের ছেলেকে বিয়ের জন্য বলেছেন, ততবারই সালমান খান তাঁর বিরুদ্ধে করা ২০০২ সালের মামলার (হিট অ্যান্ড রান কেস’) অজুহাত দেখিয়ে বলেছেন, ‘বিয়ের পর আমার স্ত্রীকে কী জবাব দেব, যদি মামলার রায় আমার বিপক্ষে যায়?’

কিছুদিন আগে সালমানের বোন অর্পিতা খান জানিয়েছেন, এ বছরেই তাঁর ভাই সালমানের বিয়ে।

শুভস্য শিঘ্রম আর এর ওপর আছে সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খানের সাম্প্রতিক ‘এপ্রিল আলটিমেটাম’। কাজেই এবার আর বোধ হয় ফাঁকি দিতে পারছেন না সালমান খান।

বাংলাদেশ সময়: ১১:২২:১১   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ