ছদ্মবেশে বের হয়ে দেখুন মানুষ কতো কষ্টে আছে : সংসদে রওশন এরশাদ

Home Page » আজকের সকল পত্রিকা » ছদ্মবেশে বের হয়ে দেখুন মানুষ কতো কষ্টে আছে : সংসদে রওশন এরশাদ
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃজাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়ম সদস্য বেগম রওশন এরশাদ বলেছেন, বিরোধীদল চায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। তাই গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য জাতীয় পার্টি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছে। যখন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে রওশন এরশাদ এ কথা বলেন। তিনি ভাষণের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা যুদ্ধে যারা দেশের জন্য হাসিমুখে জীবন দিয়েছেন তাদেরকে আত্মার মাগফেরাত করেন। এ সময় তিনি যুদ্ধে সহযোগিতা করার জন্য পাশ্ববর্তী দেশ ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, দেশের ফরেইন পলিসি আরো দৃঢ করতে হবে। পাশ্ববর্তী দেশ ভারত, চায়নার সঙ্গে আরো ভাল সর্ম্পক গড়ে তুলতে হবে। বন্ধুত্ব বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। তিনি জনগণের ৫টি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের বিষয়ে সরকারকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান।
রওশন এরশাদ বলেন, জনগণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ভেজালমুক্ত খাদ্য চায় জনগণ। জনগণ চিন্তা করছে তারা কি নিরাপদে থাকছে। সবাই কি নিরাপদ খাদ্য খাচ্ছে। এ বিষয়টি কেউ খতিয়ে দেখছে না। ২০৪১ সালে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে হলে দেশবাসীকে ভেজালমুক্ত খাবার খাওয়াতে হবে।
প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে বের হয়ে জনগণের জীবনযাত্রা দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনি একবার দেখেন জনগণ কেমন আছে। নিজ চোখেই দেখতে পাবেন। মানুষ কত কষ্ট করে বসবাস করছে। মাতুয়াইলে গিয়ে দেখুন ওখানে র্দুগন্ধে জনগণ বসবাস করতে পারছে না। জনগণ ওই পথ দিয়ে চলাচল করতে পারছে না। দেশের ময়লাই সরাতে পারছেন না; কিভাবে এ দেশ মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করবেন?
বিরোধী দলীয় নেতা বলেন, শিক্ষা হচ্ছে বিনিয়োগের জায়গা। এই জায়গা ধরে রাখতে হলে নকল বন্ধ করতে হবে। মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনে প্রত্যেক দল থেকে মহিলাদের মনোনয়ন দিতে হবে। এছাড়া মন্ত্রীদের প্লট বরাদ্ধ দেওয়ারও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৬:০০   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ