পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল!

Home Page » আজকের সকল পত্রিকা » পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল!
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬



 Bangladesh1456807298

বঙ্গ-নিউজ ডটকমঃ

সাত বছর ধরে বলতে গেলে আন্তর্জাতিক ম্যাচ হয় না পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরের লিবার্টি চত্বরের কাছে শ্রীলঙ্কার টিম বাসে সশস্ত্র জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানকে একরকম ‘একঘরে’ করেই রাখা হয়েছে। গত বছর অবশ্য জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল। যদিও পরে জানা যায়, অতিরিক্ত টাকা পেয়েই নাকি পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছিল জিম্বাবুইয়ান ক্রিকেটাররা। নতুন খবর হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলও নাকি পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে! এমন কথাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে বাংলাদেশে এসেছিলেন শাহরিয়ার খান। সোমবার দেশে ফিরে তিনি সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যেতে প্রস্তুত। খেলা হবে করাচি ও লাহোরে। তবে কবে এবং কখন এই সিরিজ হবে, সে ব্যাপারে কিছু বলেননি তিনি। শাহরিয়ার খান বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে খেলতে আসতে রাজি হয়েছে। ম্যাচ করাচি ও লাহোরে করার পরিকল্পনা করা হয়েছে।’ নিরাপত্তা ইস্যুতে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে প্রথমে রাজি ছিল না পাকিস্তান। তবে নানা নাটকীয়তা শেষে ভারতে দল পাঠাতে পিসিবিকে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান সরকার। তবে সেখানে পাকিস্তান দলের নিরাপত্তার সকল দায় দায়িত্ব ভারত সরকারের বলে জানালেন শাহরিয়ার খান। এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারত সফরে যাবে। আমাদের জাতীয় দলের নিরাপত্তার সকল দায়িত্ব ভারত সরকার ও কর্তৃপক্ষের। ২০০৪ ও ২০০৬ সালে ভারত পাকিস্তান সফরে এলে আমরা ওদের যেরকম সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি, আশা করি সেরকম নিরাপত্তা ভারতও আমাদের দেবে।’ তথ্যসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি টাইমস।

বাংলাদেশ সময়: ১১:৩৬:১০   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ