কুমিল্লায় দুই শিশু হত্যার প্রধান আসামি সফিউল গ্রেপ্তার

Home Page » আজকের সকল পত্রিকা » কুমিল্লায় দুই শিশু হত্যার প্রধান আসামি সফিউল গ্রেপ্তার
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬



হত্যাকাণ্ডের শিকার দুই শিশু মেহেদী হাসান জয় ও মেজবাউল হক মনি। ছবি: সংগৃহীতবঙ্গ-নিউজ ডটকমঃকুমিল্লা শহরের দক্ষিণ রসুলপুর এলাকায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি মো. আল সফিউল ইসলাম ওরফে ছোটনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে এই তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে সফিউলকে গ্রেপ্তার কর হয়। রাতেই তাঁকে কুমিল্লায় নেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ বলেন, মোবাইল ফোন ট্র্যাক করে সফিউলের অবস্থান নির্ণয় করা হয়। এরপর জেলা পুলিশ ও ডিবি মিলে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন তিনি।ঘটনার বিষয়ে জানাতে আজ বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন।দক্ষিণ রসুলপুর এলাকায় গত শনিবার ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়।

জয় ও মনিকে হারিয়ে বাবা-মায়ের আহাজারি। ফাইল ছবি

জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই সফিউলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। মামলার বাদী শিশু দুটির মা রেখা বেগম।

ঘটনার পর থেকে সফিউল পলাতক ছিলেন। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দুই শিশুর লাশের ময়নাতদন্ত শেষে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক বলেন, মনির গলায় দাগ পাওয়া গেছে। জয়কে বালিশ ও গামছা বা অন্য কোনো কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২২:৩৬   ৩৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ