কোহলির ব্যাটে ভারতের জয়

Home Page » ক্রিকেট » কোহলির ব্যাটে ভারতের জয়
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃবিরাট কোহলি ও যুবরাজ সিংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুর বিপর্যয় এড়িয়ে সহজেই জিতল ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

শনিবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ৮৪ রানের সহজ টার্গেটকে শুরুতে কঠিন করে ফেলেছিলেন মোহাম্মদ আমের। তবে কোহলি-যুবরাজের জুটিতে শেষ পর্যন্ত ফেবারিট হিসেবেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
ইনিংসের শুরুতে নিজেকে প্রমাণ করতেই জ্বলে উঠেন আমের। তার বোলিং তোপে দলীয় মাত্র ২ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। প্রথম ওভারের প্রথম বলে রাহানে আর চতুর্থ বলে শর্মাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আমের।
এর পর তৃতীয় ওভারে বল করতে এসে সুরেশ রায়নাকেও সহজ শিকারে পরিণত করেন আমের। মাত্র ১ রান করে ওয়াহাব রিয়াজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন রায়না।
কিন্তু ক্রিজের একপ্রান্ত আগলে খেলতে থাকা কোহলি ঠান্ডা মাথায় যুবরাজকে নিয়ে ‘আমের ম্যাজিক’ সামাল দেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তান আর ম্যাচে ফিরতে পারেনি।
অর্ধশতক থেকে ১ রার দূরে থাকতে কোহলিকে ফেরান মোহাম্মদ সামি। একই ওভারে হার্দিক পান্ডেকেও শূন্য রানে ফেরত পাঠান এই পাক পেসার।
এরপর ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি মাঠে নেমে যুবরাজকে সঙ্গে নিয়ে ৫ উইকেট আর ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন। একপ্রান্ত আগলে রাখা যুবরাজ করেন ১৪ আর ধোনি করেন ৭ রান।
পাকিস্তানের পক্ষে দুর্দান্ত বল করে আমের ১৮ রান দিয়ে ৩টি এবং সামি ১৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।
এর আগে সন্ধ্যায় টসে হেরে ভারতীয় বোলারদের দাপটে ৮৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন সরফরাজ আহমেদ।
ম্যাচের প্রথম ওভারেই হোঁচট খায় পাকিস্তান। সেই ধারাবাহিকতা বজায় রেখে পাক ব্যাটসম্যানরা কেবল আস-যাওয়ার তালিকাই দীর্ঘ করেছেন।
ভারতের পক্ষে মাত্র ৮ রান খরচে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে অনেকটা একাই ধসিয়ে দেন হার্দিক পান্ডে। আর ১১ রানে ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।
তবে রীতিমতো ‘বোলিং স্বর্গে’ অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে কোহলির হাতে।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫৪   ৩৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ