“শেওড়াপাড়ায় ১৫ জন পোশাকশ্রমিক আহত “

Home Page » বিবিধ » “শেওড়াপাড়ায় ১৫ জন পোশাকশ্রমিক আহত “
বুধবার, ২৯ মে ২০১৩



showrapara-bgb20130528230659.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ রাজধানীর শেওড়াপাড়ায় বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকেরা রাস্তা অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় আহত হয় প্রায় ১৫ জন শ্রমিক। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।বুধবার সকালে শেওড়াপাড়ায় শানিন গ্রুপের ৮টি পোশাক কারখানার শ্রমিকরা এসে দেখেন গেটে তালা মারা। এরপরই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসব কারখানার শ্রমিকরা সকাল ৮টা থেকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে শেওড়াপাড়া এলাকায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রাস্তা অবরোধ করে এবং আশপাশের গার্মেন্টে ভাঙচুর চালায়।

এসময় পুলিশ রাস্তা অবরোধ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাতটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে ৬টি বিস্ফোরিত হয়।

সর্বনিম্ন বেতন আট হাজার টাকা, দুপুরের খাবার বাবদ ৬০০, হাজিরাবাবদ ৫০০, মাতৃত্বকালীন ছয় মাসের ছুটির দাবিতে এই বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছেন শ্রমিকেরা।

পোশাক শ্রমিকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে শ্রমিকদের মঙ্গলবার আশ্বস্ত করেছিল কারখানা কর্তৃপক্ষ।

শানিন গ্রুপের চেয়ারম্যান ফারুক হোসেন নাসিব জানিয়েছিলেন, বুধবার তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হবে।

কারখানার অপারেটর আফিয়া বলেন কালকে (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় ফ্যাক্টরি বন্ধ হয়। আজ (বুধবার) সকালে এসে দেখি ফ্যাক্টরি তালা মারা। আমি ৪৫০০ টাকা বেতন পাই, এতে আমার সংসার চলে না। কয়েকদিন ধরে মালিকপক্ষ চাপ দিলেও তারা আমাদের কথা শুনছে না।”

তিনি আরও বলেন, “দাবি-দাওয়া মেনে না নিলে আমরা আন্দোলন করে যাব।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিরপুর জোনের (পল্লবী) এডিসি ইফতেখারুজ্জামান বলেন, “শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে। তাদের আমরা চলে যেতে বলেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের কথা জানতে চাইলে তিনি জানান, শ্রমিকদের কিছুটা আতঙ্কিত করতেই সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। তবে এটা ক্ষতিকর নয়, এতে কেউ গুরুতর আহত হবে না।

বাংলাদেশ সময়: ১৪:৩০:০৫   ৪৩৪ বার পঠিত  




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ