মার্চে ঢাকা আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

Home Page » আজকের সকল পত্রিকা » মার্চে ঢাকা আসছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃদুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী মার্চের মাঝামাঝি বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে বাংলাদেশ ও ফিলিস্তিনির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আঞ্চলিক ইস্যুতেও আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। আগামী মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে সফরের দিনক্ষণ নিয়ে কথা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মাহমুদ আব্বাসের সফরসূচি চূড়ান্ত হয়নি। তবে এ সফরে তার সঙ্গে একটি বড় প্রতিনিধি দল থাকছে। জানা গেছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, মাহমুদ আব্বাস গত ১৪ ফেব্রুয়ারি বিশেষ বিমানযোগে জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সুসম্পর্কের নিদর্শন হিসেবে ওই যাত্রাবিরতি করেন তিনি। সে সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান এবং তার সঙ্গে বৈঠক করেন। ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য মাহমুদ আব্বাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন। প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক ফোরামে সরব ভূমিকা রেখে চলেছেন।

বাংলাদেশ সময়: ১২:১৫:১০   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ