সম্পাদকদের নিয়ে প্রধানমন্ত্রী ‘সত্য বলেছেন’: হাসানুল হক ইনু

Home Page » আজকের সকল পত্রিকা » সম্পাদকদের নিয়ে প্রধানমন্ত্রী ‘সত্য বলেছেন’: হাসানুল হক ইনু
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘রাজনীতিবিদদের যেমন ন্যূনতম নৈতিক মান বজায় রাখা উচিত, ঠিক তেমনই একজন সম্পাদকের ন্যূনতম নৈতিক মান বজায় রাখা উচিত।’ 

বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ কথা বলেন। তিনি বলেন, একজন রাজনীতিক যদি নৈতিকতার বিবেচনায় সমালোচিত হতে পারেন, একজন সম্পাদকও তেমন নৈতিকতার বিবেচনায় সমালোচিত হতে পারেন।
গত ২২ ফেব্রুয়ারি ঢাকায় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান-ইলেভেনের ঘটনায় ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের কড়া সমালোচনা করেন। প্রথম আলো পত্রিকার নামোল্লেখ না করে এই পত্রিকাটিরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। ওই ঘটনায় মাহফুজ আনামের পদত্যাগ করা উচিত বলে মত দেন প্রধানমন্ত্রী। 
লিখিত বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এক-এগারোর সময়কালের ঘটনার বিবরণ মাত্র। এখানে কোনো অত্যুক্তি নেই, বিষোদ্গার নেই। প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা সেই সময়ে সেনা সমর্থিত সরকার কর্তৃক রাজনীতি ব্যবসায়ী, সরকারি কর্মচারী এমনকি গণমাধ্যমকর্মীদের ওপর যে নির্যাতন হয়রানি হয়েছিল, তারই পরিষ্কার চিত্রটি দেখতে পাই। এখানে কোনো হিংসা-প্রতিহিংসার বিষয় নেই।
হাসানুল হক বলেন, সংবাদপত্র বা সম্পাদক রাজনীতিকদের সমালোচনা করতে পারেন। একজন রাজনীতিকের কি একজন সম্পাদক বা সংবাদপত্রের যৌক্তিক সমালোচনা করার অধিকার নেই? রাজনীতিকরা সমালোচনা করলে এত শোরগোল কেন? 
প্রধানমন্ত্রী এক-এগারো পরবর্তী সংবাদপত্র ও কয়েকজন সম্পাদক নিয়ে কথা বলেছেন, সেটা সত্য ঘটনাই বলেছেন। প্রধানমন্ত্রী কি সত্য কথা বলার অধিকার রাখেন না? 
গণমাধ্যম রাজনৈতিকদের সমালোচনা করলে যেমন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় না, তেমনি সংবাদপত্র বা সম্পাদকের সমালোচনা করলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয় না। কিন্তু দুই পক্ষের অযৌক্তিক সমালোচনা গণতন্ত্রকে ক্ষতি করে, এতে গণতন্ত্রবিরোধী শক্তি উৎসাহ পায়।
অ্যামনেস্টির নীতি একচোখা 
‘বাংলাদেশে গণমাধ্যম স্বাধীন নয়’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর এ ধরনের বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সংগঠনগুলো বাংলাদেশের গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যেসব বক্তব্য দিচ্ছে তা সঠিক নয়। তারা এসব বিষয়ে এক চোখা নীতি অবলম্বন করছে। বরং তারা এ ধরনের বক্তব্য দিয়ে অপরাধীদের পক্ষে ওকালতি করছে। তাদের খণ্ডিত বক্তব্য সত্যের প্রলাপ মাত্র। যা কারো কাছে কাম্য নয়।’
তিনি এসব সংগঠনকে দেশের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩০   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ