রাজনীতিতে বিচার বিভাগকে টেনে আনবেন না : প্রধান বিচারপতি

Home Page » আজকের সকল পত্রিকা » রাজনীতিতে বিচার বিভাগকে টেনে আনবেন না : প্রধান বিচারপতি
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃপ্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনারা (রাজনীতিবিদ) রাজনীতি করেন, আপত্তি নেই। কিন্তু রাজনীতির মধ্যে বিচার বিভাগকে টেনে আনবেন না। তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে বিচার বিভাগকে নিয়ে কোনো ধরনের কটাক্ষ না করাই ভালো। বিচার বিভাগকে নিয়ে আপনাদের কটাক্ষ-মন্তব্যে ব্যথিত হই। বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ব্যাখ্যাসং-ক্রান্ত মামলার শুনানিকালে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে মির্জা ফখরুলের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট না হয়ে পুনরায় তার হলফনামা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ফখরুলের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনি যদি মনে করেন, পার পেয়ে যাবেন, তাহলে ভুল করবেন। ফখরুলের আইনজীবী জয়নাল আবেদীন বলেন, বিচার বিভাগকে হেয় করে কোনো বক্তব্য দেওয়ার মির্জা ফখরুলের উদ্দেশ্য ছিল না। তিনি এখনও বিচার বিভাগের প্রতি আস্থাশীল। তিনি আরও বলেন, সাবেক বিচারপতি এম এ মতিনের বক্তব্য উদ্ধৃত করে মির্জা ফখরুল বিচার বিভাগ নিয়ে বক্তব্য দিয়েছিলেন।
এ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনাদের বক্তব্য পত্রিকায় যেভাবে এসেছে, এ ব্যপারে আপনারা তো কোনো সংশোধনী দেননি। তিনি আরও বলেন, আমরা যেসব রায় দেই। তা যে শতভাগ নির্ভুল হয়, তা বলব না। হিউম্যান বিং হিসেবে আমাদেরও ভুল হতে পারে। এরপর প্রধান বিচারপতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মির্জা ফখরুলের বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা হলফনামা আকারে দাখিলের জন্য তার আইনজীবীকে নির্দেশ দেন। একই সঙ্গে আগামী সোমবার এ বিষয়ে পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:২৭:০১   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ