জিম্বাবুয়ের কাছে বিশ্বকাপ শিরোপার দাবি

Home Page » ক্রিকেট » জিম্বাবুয়ের কাছে বিশ্বকাপ শিরোপার দাবি
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৬



জিম্বাবুয়ের কাছে বিশ্বকাপ শিরোপার দাবি বঙ্গনিউজ ডটকমঃ টুর্নামেন্টটির নাম ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। তবে অনেকে এটাকে বিশ্বকাপও বলে। টি-টোয়েন্টির বিশ্বকাপ। ভারতে শুরু হচ্ছে আগামী মাসে। জিম্বাবুয়ে দল একটু আগেভাগে দেশ ছেড়েছে। উপমহাদেশের কন্ডিশন আফ্রিকার চেয়ে পুরোই ভিন্ন। তাই ভালো করে প্রস্তুতি নিতে চায়। আর দেশ ছাড়ার সময় তাদেরকে বিশ্বকাপ জিতে দেশে ফিরতে বলা হলো।

দলের নতুন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তার দলকে দেশ ছাড়ার আগে হুশিয়ার করে দিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের প্রেসিডেন্ট তায়েঙ্গা মুকুহলানি। বলেছেন, বাজে পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত শুনবেন না তারা। প্রেসিডেন্টের নির্দেশ, “হ্যামিল্টন ও দল। সময় এসে গেছে। প্রতিভার বিচারে তোমরা আর সব দলের মতোই। তাই ব্যর্থতার অজুহাত চলবে না। যাও এবং শিরোপা নিয়ে আসো দেশে।” দেশটির ক্রীড়া মন্ত্রীও এক সুরে কথা বলেছেন।

টি-টোয়েন্টি বিশ্ব আসরে সেরা দশে খেলতে হলে আগে বাছাই পর্ব পার হতে হবে জিম্বাবুয়েকে। বাছাইয়ে তাদের সাথে আছে স্কটল্যান্ড, হংকং ও আফগানিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে পরের রাউন্ডে। জিম্বাবুয়ে সেই রাউন্ডে গেলে সাথে পাবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে।

অধিনায়ক মাসাকাদজা বলেছেন, প্রথমে বাছাই পর্ব পার হওয়া তাদের লক্ষ্য। পরের লক্ষ্য ঠিক করবেন পরে। তবে তার কণ্ঠে আত্মবিশ্বাস আছে, “প্রথম লক্ষ্য হলো বাছাই পর্ব পার হওয়া। পরেরটা ওখান থেকে শুরু হবে। আফগানিস্তানকে হারাতে হবে। ওরা আমাদের জন্য কঠিন দল। আমরা এর চেয়েও বেশি কিছু চাইছি।

 

বাংলাদেশ সময়: ১৭:৩২:৩০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ