দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির দুই ফোন

Home Page » এক্সক্লুসিভ » দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির দুই ফোন
রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৬



হুয়াওয়ে মেট ৮ ও জিআর ৫ এর উদ্বোধনবঙ্গনিউজ ডটকমঃসম্প্রতি দেশের বাজারে দ্বিতীয় প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির দুই স্মার্টফোন মেট ৮ ও জিআর ৫ উন্মুক্ত করেছে হুয়াওয়ে। স্মার্টফোনের এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারকারীর আঙুলের ছাপের মাধ্যমে নিরাপত্তা সুবিধা দিতে পারে।

 

হুয়াওয়ে কর্তৃপক্ষের দাবি, তাঁরা মেট ৮ ও জিআর ৫ স্মার্টফোনে যে উন্নত সেন্সর যুক্ত করেছে তাতে ফোন লক-আনলক, ব্যাংকিং লেনদেন ও ছবি তোলার কাজ করতে পারবেন। ব্যবহারকারী ছাড়া আর কোনো ব্যক্তির আঙুলের ছাপ ওই ফোনে কাজ করবে না। মেট ৮ ফোনটিতে সার্কুলার ডিজাইন বা বৃত্তাকার নকশায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। জিআর ৫ স্মার্টফোনে মাত্র ০.৫ সেকেন্ডে ফোন আনলক করা যায়। এ সেন্সর থাকায় বার বার পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন হয় না। এ ছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ডাবল ট্যাপে করে ফোন জমে থাকা নোটিফিকেশন বা বার্তা মুছে ফেলা যাবে।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে স্মার্টফোন দুটি উদ্বোধন করে হুয়াওয়ে। জিআর ৫ স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা, ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, পেছনে ১৩ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড্রয়েড ললিপপচালিত ফোনটির দাম ২২ হাজার ৯৯০ টাকা।

মেট ৮ ফোনটি ধাতব কাঠামোর। এতে আছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পেছনে ১৬ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেমের ফোনটিতে রয়েছে চার জিবি র‍্যাম। ফোনটির দাম ৫৯ হাজার ৯৯০ টাকা।

বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সুবিধাসহ ১২ মাসের ইএমআই বা কিস্তিতে হুয়াওয়ে জিআর ৫ এবং ২৪ মাসের কিস্তিতে মেট ৮ কিনতে পারবেন গ্রামীণফোনের স্টার গ্রাহকেরা।

বাংলাদেশ সময়: ১২:০৫:৩৯   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ