বিশ্বকাপে না খেললে পাকিস্তানকে গুনতে হবে জরিমানা

Home Page » আজকের সকল পত্রিকা » বিশ্বকাপে না খেললে পাকিস্তানকে গুনতে হবে জরিমানা
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৬



শাহরিয়ার খান। ফাইল ছবি
বঙ্গনিউজ ডটকমঃপিসিবি সভাপতি আর প্রধান নির্বাহীর কথা মিলছে না। প্রধান নির্বাহী নজম শেঠি বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পাকিস্তানকে চাপ দেবে না আইসিসি। এমনকি বাংলাদেশে হয়ে যাওয়া যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নাম প্রত্যা​হারের পর এ বিষয়ে আইসিসি কিছু করেনি——এই উদাহরণও দিয়েছিলেন। কিন্তু পিসিবি সভাপতি শাহরিয়ার খান এবার জানালেন, বিশ্বকাপে অংশ না নিলে বড় ধরনের আর্থিক জরিমানা গুনতে হবে পিসিবিকে।


পাকিস্তান সরকার এখনো এ ব্যাপারে ক্রিকেট বোর্ডকে কোনো সবুজ সংকেত দেয়নি বলেও জানিয়েছেন শাহরিয়ার। সম্প্রতি খবর এসেছিল, সরকারের কাছে অনুমতি চাওয়া পিসিবির রুটিন কাজের অংশ মাত্র। নওয়াজ শরীফের সরকার ভারতে যাওয়ার অনু​মতি দেবে। কিন্তু শাহরিয়ারের দাবি, ‘আমি মাত্রই প্রধানমন্ত্রীর সচিবের সঙ্গে কথা বললাম। এখন পর্যন্ত সরকার আমাদের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুমতি দেয়নি। আইসিসি আমাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছে এই খবর যেমন সত্যি হয়, আমার প্রধানমন্ত্রী আমাদের অনুমতি দিচ্ছে, এটিও সঠিক নয়। আমরা অনুমতি চেয়েছি। প্রধানমন্ত্রীর সচিব জানিয়েছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শিগগিরই এ ব্যাপারে আমাদের জানানো হবে।’

‘পরিস্থিতি’ আসলেই ‘পর্যবেক্ষণে’র পর্যায়ে চলে গেছে। দুই দেশের মধ্যে সম্পর্কে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। যার আঁচ লেগেছে ক্রিকেটেও। গত ডিসেম্বরে ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজটি খেলেনি। ভারতে দায়িত্ব পালন করা অবস্থায় নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়া হয়েছিল আম্পায়ার আলিম দারকেও। ভারতে পাকিস্তানি খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে পাকিস্তান সরকার এই আসরে দলকে নাও পাঠাতে পারে বলে শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে, গত দ্বিপাক্ষিক সিরিজটা খেলার অনুমতি যে ভারত সরকার দেয়নি, সেটারও নাকি পাল্টা জবাব দিতে চায় পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৩:১৫:২২   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ