বিএনপি জাতীয় কাউন্সিল করবে কোথায়: খালেদা জিয়া

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপি জাতীয় কাউন্সিল করবে কোথায়: খালেদা জিয়া
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃবিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলন বড় কথা নয়, সারা দেশের মানুষকে ঐক্য বদ্ধ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাদের (মানুষ) জাগাতে হবে। সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাঁতী দলের ৩৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, সামনে বিএনপির কাউন্সিল, তারা বলে বিএনপি কাউন্সিলে বাধা দেওয়া হবে না; জায়গাও দেওয়া হবে না। তাহলে কাউন্সিল কিভাবে করবো। আমার বাড়িতে না ছোট অফিসে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, কেউ একাধিক সংগঠন বা পদে থাকবেন না। আমাদের দলে অনেক লোক আছে
আরো অনেক লোক আসতে চায়। একজনে একাধিক পদে থাকলে সকলকে সংগঠনে সম্পৃক্ত করা যাবে না। তাই আমরা চিন্তা করছি একজনকে এক পদের বেশি রাখা যাবে না। নিজেদের মধ্যে সদস্যর কথা আলাপ আলোচনা করবেন সে অনুযায়ি কাজ করবেন।
তারপরে কেন্দ্রীয় নেতারা আপনাদের এলাকায় যাবে।
খালেদা জিয়া বলেন, দেশের অবস্থা খারাপ। দেশে গণতন্ত্র না থাকলে কোন উন্নয়ন হয় না কেউ উন্নয়ন দিতে পারো না। এ সরকার
একটি অবৈধ। তারা ভোটে নির্বাচিত হয় নাই। এ সংসদ ও অবৈধ। এ সরকারকে পুলিশ ক্ষমতায় টিকিয়ে রাখছে। তাই সকরার
পুলিশকে নিয়ন্ত্রন করতে পারছে না। একজন চা বিক্রেতার কাছে চাদা দাবি করছে তা দিতে না পারায় তাকে মেরে ফেলছে। এ হল
দেশের অবস্থা।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের সময় খারাপ যাচ্ছে। মানুষের উপরে জুলুম নির্যাতনের মাত্রা যত বাড়বে তত মানুষ সজাগ হবে, ঐক্যবদ্ধ হবে। কারো জীবনের নিরাপত্তা নেই কেউ ভাল নয়। ভাল আছে আওয়ামী লীগ। তারা শান্তিতে আছেন, টাকা বানাচ্ছেন, দুর্নীতি করছেন। উপরে একজন আছেন, তিনি সব দেখছেন, বলছেন- একটু বাড় আরেকটু বাড়, তারপরে লাগাম ধরবেন।
মানুষের কথা বলার অধিকার নেই এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, বিচার বিভাগের স্বাধীন ভাবে কাজ করতে পারছেন না। কারন সরকার বিচারপতিদের নিয়ন্ত্রন করছে।
এ সময় মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি জাহাঙ্গির আলম মিন্টুসহ তাঁতী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ পাউন্ডের কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো জাতীয়তাবাদী তাঁতী দল। এবং সকালে প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁতী দল। জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ১৮ ফেব্রুয়ারি। ১৯৮০ সালের এই দিনে গঠিত হয় তাঁতী দল

বাংলাদেশ সময়: ১৩:০৯:২৯   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ