আমি দুই বাংলারই মেয়ে: নুসরাত ফারিয়া

Home Page » বিনোদন » আমি দুই বাংলারই মেয়ে: নুসরাত ফারিয়া
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৬



PreviousNext

 

গ্লিটজ: শুক্রবার বাংলাদেশে ‘হিরো ৪২০’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই সিনেমাকে ঘিরে প্রত্যাশা কতটুকু?

নুসরাত ফারিয়া: প্রত্যাশা তো অনেক বেশি। প্রতিটি অনলাইন, খবরের কাগজ, টেলিভিশন ও এফএমরেডিও স্টেশনে আমরা এই সিনেমার খুব ভালো প্রচার করেছি যেনো আমাদের দশর্কের খুবই কাছে যেতে পারি। এখন তো বাকিটা আল্লাহর হাতে।

গ্লিটজ: টালিগঞ্জ সাধারনত বাংলাদেশের শিল্পীদের তেমন উদার ভাবে গ্রহণ করে না। আপনার বেলায় কেমন ছিল ব্যাপারগুলো?

নুসরাত ফারিয়া: আমাকে তো তারা খুবই ভালোভাবেই গ্রহন করেছে। সিনেমার প্রিমিয়ার শেষ হওয়ার পরে প্রেক্ষাগৃহে আগত সব সাংবাদিক, শিল্পী ও অতিথিদের মুখে একটাই কথা ছিলো - ফারিয়া কোথায়? যখন এই খবর ওম ও স্যাভি আমাকে দিয়েছে তখনই আমি বুঝেছি তারা আমাকে এই সিনেমার মাধ্যমে কতোটা ভালোমত গ্রহন করেছে। এছাড়াও সেখানকার সাধারণ মানুষের মুখেও আমার জন্য প্রশংসা শুনেছি।

 

 

 

গ্লিটজ: প্রথম সিনেমা ‘আশিকী’তে করা ভূলগুলো থেকে পাওয়া শিক্ষা কি ‘হিরো ৪২০’ সিনেমাতে কাজে লাগাতে পেরেছেন?

নুসরাত ফারিয়া: আসলে ভূল ছাড়া তো মানুষ হয় না। আমি সব সময়ই চেষ্টা করি যেনো আমার সীমাবন্ধতার মধ্যে থেকে আমার সবোর্চ্চ ভালোটুকু উপহার দিতে পারি।‘হিরো ৪২০’ সিনেমাতেও আমি তেমনটিই করেছি। কাজ করতে গেলে কিছু ভূল ত্রুটি তো হবেই। ভূল যদি নাই হয় তাহলে দোষ ধরবে কে। তবে এই সিনেমায় যতটুকু সীমাবদ্ধতা ছিলো তার মধ্যে থেকেই আমি আমার কাজের ক্ষেত্রে শতভাগ ভালো পারফর্ম্যান্স দেয়ার চেষ্টা করেছি।

গ্লিটজ: অংঙ্কুশ হাজরা ও ওম - কার সঙ্গে রসায়ন বেশি জমে উঠে ছিলো বলে মনে করেন?

নুসরাত ফারিয়া: ওমের সঙ্গে আমার এক ধরনের রসায়ন আর অংঙ্কুশের সঙ্গে আমার আরেক ধরনের রসায়ন। প্রেমের রসায়ন দুই সিনেমায় দুই রকম। ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’ দুটি সিনোমাই ফুল অফ কেমিস্ট্রি। ওদের সঙ্গে কাজ করা দুটো সিনেমাই প্রেমের হওয়ার সুবাদে এখানে প্রেমটা বাঞ্ছনীয়। ‘আশিকী’ সিনেমায় অংঙ্কুশের সঙ্গে আমাকে দেখার পর দর্শকরা বলেছে আমাকে ন্যাচারাল লাগছে আর ‘হিরো ৪২০’ সিনেমায় ওমের সঙ্গে দেখার পরও দর্শকদের মুখে একটাই কথা মেড ফর ইচ আদার।

গ্লিটজ:  সুচিত্রা সেনের নাতনী ও মুনমুন সেনের কন্যা রিয়া সেনের সঙ্গে কাজ করতে গিয়ে অস্বস্তি বোধ করেন নি তো?

নুসরাত ফারিয়া: এটা আমার কাছে সম্মানের বিষয় যে, সুচিত্রা সেনের নাতনী ও মুনমুন সেনের কন্যা রিয়া সেনের সঙ্গে এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরেছি। তিনি কখনোই আমাকে কোনো অভিযোগ করেননি কিংবা কাজের ক্ষেত্রে তার কোনো অস্বস্তি ছিলো না। বরং কাজের ক্ষেত্রে তার ছিলো আমার প্রতি সহযোগী মনোভাব। তিনি সব কিছু জেনেই এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে কাজ করেছেন। তাই সবকিছু মিলিয়ে আমি বলতে চাই এটা আমার কাছে খুবই সম্মানের। কারণ তিনি এই সিনেমায় থাকা সত্ত্বেও আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরেছি।

গ্লিটজ:  ভারতীয় গনমাধ্যমে কেমন প্রাধান্য পাচ্ছেন?

নুসরাত ফারিয়া: তারা আমাকে স্বানন্দে গ্রহন করেছে। আমার ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’ - দুটো সিনেমার ক্ষেত্রেই ভারতীয় টেলিভিশন, পত্র-পত্রিকা ও রেডিওগুলোয় আমাকে যথেষ্ট কভারেজ দিয়েছে। আনন্দবাজার পত্রিকাসহ প্রতিটি গনমাধ্যমের প্রত্যেকটি জায়গাতেই আমি তাদের অনেক ভালোবাসা পেয়েছি।

 

 

 

গ্লিটজ: কলকাতায় বলে আপনাকে বলা হয় ‘তুমি তো আমাগো মাইয়্যা’। আপনি কোন পাড়ের মেয়ে হয়ে থাকতে চান?

নুসরাত ফারিয়া: আমি যখন ওদের কাছে যাই তখন ওরা আমাকে ওদের মেয়ে ভাবে আবার যখন আমি বাংলাদেশে থাকি তখন আমি এখানকার মেয়ে। আসলে আমি দুই বাংলারই মেয়ে। আমাকে যে কেউ আপন করে নিতে পারে। যখন যে আমাকে আপন করে নেবে আমি তখন তার। আসলে আমার জন্য এটা আশীর্বাদ ছাড়া তো আর কিছুই না।

গ্লিটজ: আপনাকে নাকি টালিগঞ্জের এমরান হাশমি ডাকা হচ্ছে?

নুসরাত ফারিয়া: আসলে বিষয়টা এমন নয়। সিনেমাতে গল্পের প্রয়োজনে যখন অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয় সেক্ষেত্রে চুম্বনটা খুবই গুরুত্ব বহন করে থাকে। এর মাধ্যমে দর্শককে বোঝানো হয় সিনেমার নায়ক-নায়িকার মধ্যে গভীর ভালোবাসার বন্ধন রয়েছে। যেহেতু আমাকে প্রত্যেকবারই লাভার গার্লের চরিত্রে অভিনয় করতে হয়, তাই সিনেমার খাতিরে এটা আসলেই প্রয়োজনীয়। এজন্য আমি সব সময় খুব মজা করে বলি যে, আমার প্রত্যেক সিনেমাতে একটি চুম্বন দৃশ্য থাকে।

গ্লিটজ: সিনেমাতে চুম্বন দৃশ্যে অভিনয়ের বিষয়টিতে ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন?

নুসরাত ফারিয়া: সত্যি বলতে আমি সব ধরনের সিনেমা দেখে থাকি। সিনেমার গল্পের প্রয়োজনে যা দরকার তা সেখানে গুরত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি, এমন দৃশ্যে আমি নুসরাত ফারিয়া অভিনয় করবো না তাহলে তো হবে না। বরং এখানে চিন্তা করতে হবে আমি শ্রুতি কিংবা আমি রাই যে  কৃষকে ভালোবাসে। এক্ষেত্রে রাই ও কৃষের প্রেমের মধ্যে কি হবে এটাতো রাই ও কৃষের মধ্যের চিন্তার বিষয়। তাই একজন তরুণ অভিনেত্রী হিসেবে আমি মনে করি, গল্পের প্রয়োজনে সিনেমায় যা করা প্রয়োজন একজন আর্টিস্টকে তাই করতে হবে।

গ্লিটজ: ‘গাওয়াহ দ্যা উইটনেস’ সিনেমার কাজ কতদূর এগুলো?

নুসরাত ফারিয়া: বতর্মানে ‘বাদশা’ ও ‘প্রেমী ও প্রেমী’ সিনেমা দুটি আমার হাতে রয়েছে । এগুলোর কাজ শেষ করে আমি ‘গাওয়াহ দ্যা উইটনেস’ সিনেমার কাজ শুরু করবো। কারণ যেহেতু আমি একটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ সেহেতু আমার দিক থেকে তো কিছু সীমাবদ্ধতা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৬:৩৯   ১১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ