যে কারণে হত্যা করা হয় শিশু সোলায়মানকে

Home Page » প্রথমপাতা » যে কারণে হত্যা করা হয় শিশু সোলায়মানকে
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃ এনজিও থেকে নেওয়া ঋণের টাকার জামিনদার না হওয়ায় জেলার ভাঙ্গারি ব্যবসায়ি মোকাররমের শিশুপুত্র সোলায়মানকে (৪) হত্যা করেছে প্রতিবেশি সেলুন মালিক।


গ্রেফতার হওয়া সেলুন মালিক নরসুন্দর নির্মল রবি দাস (৩০) র‌্যাব-১ এর কাছে এ স্বীকারোক্তি দিয়েছে। রবি দাস নেত্রকোনার রাম চরন দাসের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার ‘ঈশিতা হেয়ার কাটিং’ সেলুনের মালিক।

মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবি দাস কিছুদিন আগে একটি এনজিও থেকে ঋণ নিতে চেয়েছিল এবং এই ঋণের জামিনদার হতে মোকাররমকে অনুরোধ করেছিল। কিন্তু তিনি জামিনদার না হওয়ায় সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়।

এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকালে মোকারমের শিশুপুত্র সোলায়মান তার দোকানে এলে সে দোকানের সাটার বন্ধ করে দেয় এবং শিশুটিকে গলা টিপে হত্যা করে। এরপর লাশ পুরোনো কাপড় দিয়ে পেচিয়ে বাজারের ব্যাগে ঢুকিয়ে রিক্সাযোগে কোনাবাড়ি যায়। এরপর রিক্সা বদল করে আরেকটি রিক্সায় উঠে কাশিমপুর এলাকার সুরাবাড়ি (ডিবিএল গ্রুপের নির্মানাধীন কারখানার নিকট) বাঁশ ঝাড়ের ভিতর ফেলে দিয়ে চলে আসে।

এদিকে সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সুরাবাড়ি এলাকার বাঁশ ঝাড় হতে শিশুর লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। রাতে শিশুর স্বজনরা গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে শিশুটির লাশ শনাক্ত করেন।

সোলায়মানের হত্যাকারীকে ধরার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করে র‌্যাব। মঙ্গলবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে আউটপাড়া এলাকার ঈশিতা হেয়ার কাটিং সেলুনের মালিক নরসুন্দর নির্মল রবি দাসকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে সোলায়মানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে।

প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ি মোকাররমের একমাত্র ছেলে সোলায়মান গত শনিবার বিকেলে দোকানের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তিনি বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন। 

ওই রাতে তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তার শিশুকে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। পরে এ ব্যাপারে শিশুর পিতা জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি এবং র‌্যাব-১, উত্তরা, ঢাকায় একটি অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১১:৩১:৪৮   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ