নেতিবাচক চরিত্রে ভালোই মানিয়েছে

Home Page » বিনোদন » নেতিবাচক চরিত্রে ভালোই মানিয়েছে
বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৬



মিশু সাব্বিরমিশু সাব্বিরবঙ্গনিউজ ডটকমঃ এক যুগ ধরে অভিনয় করছেন মিশু সাব্বির। শুরুর দিকে অনেক নাটকে অভিনয় করলেও ইদানীং খুব বেছে কাজ করছেন। আজ রাতে এনটিভিতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাউস ৪৪। এতে অভিনয় করেছেন তিনি। এই নাটকসহ আরও বিভিন্ন বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে।
শুনলাম, আপনি নাচ শিখছেন?
মাঝে সিঙ্গাপুরে একটি স্টেজ শোয়ে অংশ নেওয়ার কথা ছিল আমার। যদিও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আর হয়নি। তবে ওই শোয়ের জন্য আমাকে কয়েক দিন নাচ শিখতে হয়েছে। তখনই উপলব্ধি হলো, অভিনয়ের পাশাপাশি নাচটাও ভালোভাবে শিখলে তো মন্দ হয় না। সেই থেকে শুরু।
ভালোবাসা দিবসের নাটক ‘হাতটা দাও না বাড়িয়ে’তে আপনাকে নেতিবাচক চরিত্রে দেখা গেছে…
অভিনয়জীবনে এবারই প্রথম নেতিবাচক চরিত্রে কাজ করলাম। সবাই খুব প্রশংসা করছেন। অনেককে এও বলতে শুনেছি, আমাকে নাকি নেতিবাচক চরিত্রে ভালোই মানিয়েছে। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা।
ওই নাটক দেখে মনে হলো, আপনার ওজন কিছুটা কমে গেছে?
ঠিকই ধরেছেন। গত এক মাসে ১৪ কেজি ওজন কমিয়েছি! খাওয়াদাওয়ায় আমূল পরিবর্তন এনেছি। ভাত খাচ্ছি না। নিয়মিত সবজি, মাছ আর ফল খাচ্ছি। প্রতিদিন ছয় কিলোমিটার দৌড়াচ্ছি। ওজন কমানোর সুফলও পাচ্ছি।
তা ওজন কমানোর চিন্তা মাথায় এল কেন?
আমি বাইরের দেশের শিল্পীদের কাজ প্রচুর দেখি। এসব দেখে তাঁদের জীবনযাপন সম্পর্কে জানার চেষ্টা করি। তাঁদের অভিনয় নিয়ে বলার কিছু নেই। অবাক লাগে, তাঁরা অভিনয়ের পাশাপাশি শারীরিক গঠনের ব্যাপারেও বেশ সচেতন। কিন্তু আমরা শুধু অভিনয় করছি, টাকা কামাচ্ছি আর খাচ্ছি। নিজেদের শারীরিক গঠন নিয়ে কিছু ভাবছি বলে মনেই হয় না। মাস দুয়েক হলো আমার কাছে মনে হয়েছে, অভিনয়ের পাশাপাশি আমাকে স্বাস্থ্যের ব্যাপারেও সচেতন হতে হবে। এতে কাজের ক্ষেত্রে অনেক বেশি উদ্যম পাওয়া যায়, যা আমি এখন পাচ্ছি।
‘হাউস ৪৪’ নাটক সম্পর্কে কিছু বলুন?
একেবারে তরুণ অভিনয়শিল্পীরাই এই নাটকে কাজ করেছেন। তাঁদের থেকে আমি কিছুটা সিনিয়র হলেও পাল্লা দিয়ে কাজ করছি। নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিয়েছি। কাজটা বেশ উপভোগ করছি।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫৪   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ