ভালোবাসা দিবসে একা!

Home Page » বিনোদন » ভালোবাসা দিবসে একা!
রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬



বরং নিজের জন্য ভালো কিছু করে একা বা বন্ধুদের সঙ্গে উপভোগ করতে পারেন এই দিন।

লাইফস্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে জানানো হয়, ভালোবাসার দিনটি তো ভালোবাসার জন্যই। অন্যের জন্য না হোক নিজের জন্য খানিকটা বাড়তি ভালোবাসা এ দিনে দেখানো যেতেই পারে।

অফিস, বাসা বা পড়াশুনা, যে কোনো ব্যস্ততার ফাঁকে নিজের জন্য আলাদা করে সময় বের করে নিন। পার্লারে গিয়ে ফেইশল, পেডিকিওর-মেনিকিওর বা চুলের যত্ন নিতে পারেন। অথবা পছন্দের খাবার খান, ঘরে বসে প্রিয় সিনেমা দেখে বা বই পড়ে সময় কাটান।

শুধু কি প্রেমিক বা প্রেমিকার জন্যই ভালোবাসা! প্রিয় বন্ধু, মা-বাবা বা ভাই-বোন, সহকর্মীদের প্রতিও ভালোবাসা জানাতে পারেন এই দিনে। তাদের সঙ্গে ঘুরতে যান, উপহার দিন প্রিয় মানুষগুলোকে। সময় কাটান তাদের সঙ্গে। এতে তারা খুশি হবে আপনিও আনন্দ পাবেন।

চাইলে অফিসের পিয়ন বা ঘরের বাড়তি কাজগুলো করে দিয়ে যায় যে মেয়েটি তাকেও শুভেচ্ছা জানিয়ে একটি চকলেট বা ছোট কিছু উপহার দিয়ে শুরু করতে পারেন দিনটি। এতে আনন্দের ভাগ ছড়িয়ে পড়বে অনেকের মধ্যে।

ফেব্রুয়ারি মাসটা বলতে গেলে দারুণ। উৎসব মুখর একটি মাস। তাই এই দিনে একাকিত্ব পাত্তা না দিয়ে উপভোগ করুন।

বই ভালোবাসলে তো আদর্শ মাস ফেব্রুয়ারি। মাস জুড়ে বইমেলা, চাইলেই ঘুরে আসতে পারেন। ঘরে বসেও কাটাতে পারেন কিছু ব্যক্তিগত সময়।

রান্না করতে যারা ভালোবাসেন তারা চাইলেই এদিনে নিজের মন মতো খাবার রান্না করতে পারেন। এতে অনেকটা সময়ও কেটে যাবে মনও ভালো থাকবে।

পরিবার থেকে দূরে থাকলে বা অনেক দিন দেখা হয় না এমন আত্মীয় বা বন্ধুর সঙ্গে দেখা করে আসতে পারেন। এতে নিঃসঙ্গ ভাব কেটে যাবে।

যদি সম্প্রতি ‘ব্রেকআপ’ হয়ে থাকে বা সম্পর্কের টানাপোড়নের মধ্য দিয়ে যান তবে এ দিন কাটানো বেশ কষ্টকর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে যতটা সম্ভব ব্যস্ত থাকার চেষ্টা করুন। প্রয়োজনে বন্ধুদের সঙ্গে সময় কাটান। এতে একাকিত্ব দূর হবে এবং মনও ভালো থাকবে।

ভালোবাসা দিবসে উপহার দেওয়া নেওয়া নিয়ে নতুন করে বলার কিছু নেই। যদি উপহার দেওয়ার কেউ না থাকে তবে নিজেই পছন্দের কিছু উপহার কিনে নিন। নিজেকে ভালোবাসুন সবার আগে, আর তাই দিনটি কাটাতে পারেন নিজের জন্য টুকিটাকি কেনাকাটা করে।

ভালোবাসার দিনে কপোত-কপোতিদের দেখে মন খারাপ করার বা হতাশায় ভোগার কোন মানে হয় না। নিজের জীবন উপভোগ করতে শিখুন এবং নিজেকে ভালোবাসুন। নিজের অন্যান্য ‘সিঙ্গেল’ বন্ধুদের সঙ্গে সময় কাটান এবং পরিবারকে সময় দিন।

মোট কথা একা হলেও উপভোগ করুন ভালোবাসার দিবস।

বাংলাদেশ সময়: ১১:১২:৩৭   ২৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ