ব্রডব্যান্ডের চেয়ে ৫০ হাজার গুণ বেশি গতি!

Home Page » এক্সক্লুসিভ » ব্রডব্যান্ডের চেয়ে ৫০ হাজার গুণ বেশি গতি!
রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৬



ফাইবার অপটিক কেব্‌ল ব্যবহার করেই এই গতি পাওয়া সম্ভব

ফাইবার অপটিক কেব্‌ল ব্যবহার করেই এই গতি পাওয়া সম্ভববঙ্গনিউজ ডটকমঃওয়েবসাইট থেকে কোনো ফাইল নামানোর সর্বোচ্চ গতি কত? যুক্তরাজ্যে গড়পড়তা প্রতি সেকেন্ডে ২৪ মেগািবট গতিতে ফাইল নামানো হয়। এদিকে দেশটির ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী এমন একধরনের ইন্টারনেট ​কেব্‌ল (তার) তৈরি করেছেন, যা দিয়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ১২৫ টেরািবট গতিতে ডেটা পারাপার সম্ভব! এই বিজ্ঞানী দলের নেতৃত্ব দিয়েছেন ড. রবার্ট মাহের। তিনি বলেন, ‘এই গতি যুক্তরাজ্যের গড়পড়তা গতির ব্রডব্যান্ডের চেয়ে প্রায় ৫০ হাজার গুণ বেশি দ্রুততর। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা যে গতি পেয়েছি, তা দিয়ে গোটা গেম অব থ্রোনস সিরিজটি নামাতে সময় লাগবে মাত্র এক সেকেন্ড।’ প্রচলিত গতির ব্রডব্যান্ড দিয়ে এটি নামাতে গেলে ঘণ্টা খানেক লেগে যাবে।

এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘সুপার চ্যানেল’। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ব্রডব্যান্ড যোগাযোগের পরবর্তী প্রজন্মের শুরু করবে। সম্প্রতি সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ফাইবার অপটিক ব্রডব্যান্ডের ধারণা ব্যবহার করেই নতুন এই বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে, যা হাজার হাজার মাইল দূরে আলোক তরঙ্গের মাধ্যমে তথ্য আদান-প্রদান করবে।

 

আলোর বিভিন্ন কম্পাঙ্কের ১৫টি স্পন্দন একত্র করে সুপার চ্যানেল তৈরি করে তা ছড়িয়ে দেওয়া হবে। এরপর হাজার মাইল দূরে অবস্থিত বিশেষ একধরনের গ্রাহকযন্ত্র ব্যবহার করে সেই সংকেত ধরা এবং প্রক্রিয়াজাত করা হবে। বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পলিনা ব্যাভেল বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন এমন প্রযুক্তি সব ধরনের ডিজিটাল অর্থনীতি এবং দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রযুক্তিটি এখনো ব্যবসায়িকভাবে বাজারে ছাড়া হয়নি। এই প্রযুক্তিতে সত্যিই হাজার মাইল দূরে এমন গতিতে তথ্য পরিবহনে সক্ষম কিনা গবেষকেরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।

বাংলাদেশ সময়: ১১:০৯:৪০   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ