বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম

Home Page » অর্থ ও বানিজ্য » বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম
শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৬



বঙ্গনিউজ ডটকমঃবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারো কমল। এবার ব্যারেলপ্রতি তেলের দাম কমে ২৭ ডলারের নিচে নেমে এসেছে, যা প্রায় ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন দাম। গত বুধবার দিনের লেনদেনে তেলের দামে বেশ ওঠানামা লক্ষ্য করা গেলেও বৃহস্পতিবার তা ব্যারেলপ্রতি ২৭ ডলারের নিচে নেমে যায়। এর আগে ২০০৩ সালের মে মাসে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম সর্বশেষ এত নিচে নেমেছিল। তখন ব্যারেলপ্রতি তেলের দাম ২৬ ডলারেরও নিচে নেমে ছিলো।


বিশ্লেষকরা বলছেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। আর এ কারণেই মূলত তেলের দাম আরো কমেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে দিনের লেনদেনের এক পর্যায়ে অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম, যা আগামী মার্চে সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি ২৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। পরে অবশ্য তা সামান্য বেড়ে ২৬ ডলার ৩৮ সেন্টে উঠলেও এই দাম বুধবারের তুলনায় ১ ডলার ৭ সেন্ট কম।

অপর দিকে ইউরোপের বাজারেও বৃহস্পতিবার কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, যদিও তা এখনো ৩০ ডলারের ওপরেই আছে। এদিন ইউরোপের বাজারে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম, যা আগামী এপ্রিল সরবরাহ করা হবে, ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ৬৭ সেন্ট কমে ৩০ ডলার ১৭ সেন্টে নেমে আসে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) মঙ্গলবার বিপুল পরিমাণ উদ্বৃত্ত ও বিশ্ব বাজারে চাহিদা কমে যাওয়ার প্রেক্ষিতে তেলের দাম আরো কমতে পারে বলে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করে।

এরপর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে আরো নতুন মজুদের তথ্য এবং তেল উৎপাদনকারী দেশগুলোর এ সংগঠন ওপেকের সরবরাহ বৃদ্ধির খবরে আবারো তেলের দাম নিম্নমুখী হয়ে পড়ে বিশ্ববাজারে। ওপেক আরো জানিয়েছে চলতি বছরের প্রথমার্ধে ধারণার চেয়ে অনেক বেশি জ্বালানি সরবরাহ করবে।

বাংলাদেশ সময়: ১০:১৬:০৫   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ