আমেরিকায় চলছে বৈধ অস্ত্রের তাণ্ডব; সপ্তাহান্তে নিহত ৬ জন

Home Page » বিবিধ » আমেরিকায় চলছে বৈধ অস্ত্রের তাণ্ডব; সপ্তাহান্তে নিহত ৬ জন
বুধবার, ২৯ মে ২০১৩



ইনাম, বঙ্গ নিউজ ডটকমঃআমেরিকার অন্যতম বৃহত্তম শহর শিকাগোতে রোববার সরকারি ছুটির দিন গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত ও অপর ১১ জন আহত হয়েছে। শিকাগো কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহান্তে মাথায় গুলিবিদ্ধ হয়ে ৪২ বছর বয়সী এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনা তদন্ত করছে পুলিশ।চার্লস জোন্স নামের ওই ব্যক্তিকে রো5977297ec0a8637ca04ace3a0bd59988_xl.jpgববার রাতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং সোমবার স্থানীয় সময় ভোর রাত সাড়ে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।

একই দিন বগলে গুলি করে হত্যা করা হয় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।

শিকাগোতে অবস্থিত প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবনের কাছে আরেক গুলিবর্ষণের ঘটনায় মারা যান ১৮ ও ২৯ বছর বয়সী দু’ব্যক্তি। শিগাগোর অন্য এলাকায় শনিবার বন্ধুদের গুলিতে নিহত হন ১৭ ও ২২ বছরের আরো দুই কিশোর।

আমেরিকায় খুব সহজে বৈধ অস্ত্র কিনতে পারার ঘটনাকে দেশটিতে গুলিবর্ষণের ঘটনায় এত বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এ সব অস্ত্র ব্যবসার সঙ্গে আইন প্রণেতারা প্রত্যক্ষভাবে জড়িত বলে তারা আগ্নেয়াস্ত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার বিল পাস করতে সম্মত হননি।

গত ডিসেম্বরে কানেক্টিকাটের একটি প্রাইমারি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় ২০টি শিশুসহ ২৭ জন নিহত হওয়ার পর অস্ত্র ব্যবসাকে নিয়ন্ত্রণের প্রবল দাবি ওঠে যুক্তরাষ্ট্রে। কিন্তু নিজেদের স্বার্থ রক্ষার জন্য সংসদ সদস্যরা সে দাবির প্রতি ভ্রুক্ষেপ করেননি।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৩০ হাজার মানুষ নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০:৫৯:৩৮   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ