আল রিআনের কবিতা-শূন্য স্বপ্ন

Home Page » সাহিত্য » আল রিআনের কবিতা-শূন্য স্বপ্ন
বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬



12243234_873881262732011_7680451230661426930_n1.jpg

ভালবাসো আর নাই বা বাসো
আমি ভালোবাসবই।
তোমার গৃহের দুয়ারের সামনে -নিত্য দিনে
পুস্প আমি রাখবই।
তোমার হাতে না হোক
পদোদলিতে পৃষ্ট হোক মোর লালফুল গুলো।
ভালো না বাসো, বেসনা আমায়,এই আশায় মনে রেখ চিরকাল
আমার ভালোবাসা সত্য ছিলো।
তুমি সুখি হও তোমার মত করে
তোমার সুখের পথে কাটা না হয়ে যাব চলে বহু দূরে।
ঘর না হয় বাধবে না, এই করেছ পণ
কতইবা আর হবে দোস একবার না হয় যাবে ভালবেসে
সত্যি না হোক,ক্ষণিকের জন্য করলে অভিনয়
ভালবাসায় এতটুকোও বা কম পাওয়া কিসে।
এই আশাতে,রোজ সকালে
তোমার বাড়ীর পথে ফুল বিছিয়ে তোমার আশায় পথ চেয়ে রই।
তোমার পায়ের স্পর্শ লাগবে বাগানের সদ্য ফোটা ফুলে
আমি একমনে তোমায় ভাল বেসেই যাব
যাও যতই, যাও মোরে ভুলে
হও তুমি সুখি তোমার মত করে
তোমার আশায় কাদব না হয় আমি জনম জনম ভরে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪৫   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ