সাকিব আল হাসানের পর্দা জুটি শ্রিয়া

Home Page » আজকের সকল পত্রিকা » সাকিব আল হাসানের পর্দা জুটি শ্রিয়া
বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬



বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় সাকিব আল হাসান ও শ্রিয়া সর্বজয়া

বঙ্গনিউজ ডটকমঃ নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করলেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনচিত্রে সাকিবের সঙ্গে মডেল হয়েছেন শ্রিয়া সর্বজয়া। গত সোমবার ঢাকার তেজগাঁওয়ের একটি স্টুডিওতে শুটিংয়ে অংশ নেন সাকিব ও শ্রিয়া।

দেশের অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এর আগে অনেক বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও মঞ্চ ও টিভি অভিনেত্রী শ্রিয়ার এটি প্রথম। আর মডেলিং করতে এসে সাকিব আল হাসানের সঙ্গে প্রথম বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার বিষয়টিকে অনেক বড় ব্যাপার বলে মনে করছেন শ্রিয়া।

প্রথম আলোর সঙ্গে আলাপে শ্রিয়া বলেন, ‘বিজ্ঞাপনচিত্রের প্রস্তাবটি যখন আমাকে দেওয়া হয়, তখনই জানানো হয়, এতে কাজ করবেন সাকিব। তিনি আমার পছন্দের খেলোয়াড়। তাঁর মতো একজন বিশ্বসেরা ক্রিকেটারের সঙ্গে পর্দা ভাগাভাগি করব, ব্যাপারটি আমাকে বিজ্ঞাপনচিত্রে কাজ করার ক্ষেত্রে বেশি আগ্রহী করেছে। আমার জন্য ব্যাপারটি অনেক সম্মানেরও বটে।’

সাকিব আল হাসানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে শ্রিয়া বলেন, ‘আমার কাছে কেন যেন বাংলাদেশের ক্রিকেটারদের সুপার হিউম্যান মনে হয়। দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার চাপ নিয়ে তাঁরা মাঠে নির্বিঘ্নে খেলে যান, এটা সত্যিই বিস্ময়কর। আর সাকিব আল হাসান ব্যাপারটি তো আরও বড়। তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বাইরে থেকে কেউ হয়তো ভাবতে পারেন, তিনি খুব অহংকারী। আসলে এই ব্যাপার তাঁর মধ্যে একেবারেই নেই। খুব আমুদে ও হাসিখুশি। কাজের সময় একটাবারে তিনি বুঝতে দেননি, ক্রিকেট বিশ্বের কত বড় তারকা তিনি। তাঁর সঙ্গে পর্দা ভাগাভাগির এই ব্যাপার দীর্ঘদিন মনে থাকবে।’

সাকিব আল হাসান ও শ্রিয়া সর্বজয়াকে নিয়ে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রের পরিচালক জিবরান তানভীর। শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১:৩২:৪৫   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ