বিএনপিকে লড়াকু করবে তৃণমূল

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপিকে লড়াকু করবে তৃণমূল
সোমবার, ১ ফেব্রুয়ারী ২০১৬



 186632_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

ভোটের উত্তাপে এক হচ্ছে বিএনপির তৃণমূল। এতদিন বিএনপির তৃণমূল দলে প্রাধান্য না পেলেও খোদ দলটির চেয়ারপারসন তৃণমূলকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। বিএনপিকে একটি শক্তিশালী সাংগঠনিক পর্যায়ে নিয়ে যেতে এবার লড়বে তৃণমূল। এমন ইঙ্গিত দিচ্ছেন দলের সিনিয়র নেতাকর্মীরা। শুধু সাংগঠনিকভাবেই শক্তিশালী হওয়া নয়, বিএনপিকে একটি গঠনমূলক রাজনৈতিক শক্তির দিকে এগিয়ে নিতেই তৃণমূল থেকে আসবে বাতাসের ঝাপটা। বিভিন্ন এলাকায় বিএনপির মধ্যে রয়েছে গ্রুপিং। রয়েছে ২ থেকে ৩টি প্যানেল। ইতিমধ্যেই এসব প্যানেলকে একটি প্যানেলে রূপান্তরের কোজ শুরু করেছে নেতাকর্মীরা। বিএনপির তৃণমূল পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলকে ঢেলে সাজাতে এবং ছাত্রদল-যুবদলকে শক্তিশালী করতে এখন নিয়মিত শীর্ষ পর্যায়ের নেতারা তৃণমূলে যোগাযোগ বাড়িয়েছে। সে যোগাযোগ হচ্ছে নিয়মিতই। আর তৃণমূলের মতকে প্রাধান্য দিতে খোদ নির্দেশ রয়েছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তরফ থেকেও। গ্রামীণ জনপদের মাঠ-ঘাট-প্রান্তরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এখন সাজ সাজ রব। চারদিকে উৎসবের আবহ। ভোটের দিন গণনা চলছে। নৌকা-ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন হবে। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে নিজেদের যোগ্য করে তুলতে চাই বিএনপির তৃণমূল। বিএনপি সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সাবেক এমপি অথবা এমপি প্রার্থী ছিলেন এমন নেতাদের মতামতকে প্রাধান্য দেয়া হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের মতামত তেমন একটা গুরুত্ব পায়নি। কিন্তু এবার বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান পদে তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক করার নির্দেশনা দেয়া হয়েছে। একারণে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় দৌড়ঝাঁপ করছেন। লবিং-তদবির নিয়ে ছুটোছুটি করছেন উপজেলা ও জেলা নেতাদের কাছে। মামলার শিকার বিএনপি নেতারা জামিনের জন্য আপিল করছেন আদালতে। দলের একজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা নেতাদের মতামতের ভিত্তিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান একটি জাতীয় দৈনিককে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাছাই হবে সম্পূর্ণ তৃণমূলের মতামত অনুযায়ী। সৎ, যোগ্য ও বিগত দিনে যারা আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের মধ্য থেকে তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্ধারণ করা হবে। দলের একজন শীর্ষ নেতা বলেন, তৃণমূল নেতাদের মাঠে ধরে রাখতে হবে। নির্বাচনের কারণে অন্তত কিছুটা স্বস্তিতে থাকতে পারে নেতা-কর্মীরা। রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতিতে থাকা বিএনপি ইউপি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চায়। দলীয় প্রতীক ধানের শীষের জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম সুযোগ এটা।

বাংলাদেশ সময়: ১৩:৫০:১৮   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ