রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের পাঁচ প্রধানের রুদ্ধদ্বার বৈঠক

Home Page » আজকের সকল পত্রিকা » রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের পাঁচ প্রধানের রুদ্ধদ্বার বৈঠক
শুক্রবার, ২৯ জানুয়ারী ২০১৬



 185910_1

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন রাষ্ট্রের আরো চার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা, আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে একে নৈশভোজ বলে সরকারের পক্ষ থেকে উল্লেখ করা ঠিক কি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে, বৈঠকের লুকোচুরি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে। সম্প্রতি বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার করা মন্তব্যের পর চলমান বিতর্কের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হলো। সন্ধ্যার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে প্রবেশ করেন। তার আগেই প্রবেশ করেন আইনমন্ত্রী। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবন থেকে বের হতে দেখা যায়। অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে রাষ্ট্রপ্রতির বাড়িতে একত্রিত হলেন সরকার প্রধান ও বিচারাঙ্গন সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। এই বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে মিডিয়াতে এখনো কোনো কথা বলা হয়নি। জানা গেছে, বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে চলমান বিতর্কের মধ্যে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বৈঠক হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এই বৈঠকের বিষয় নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত বঙ্গভবনে তাদের এ বৈঠক চলে। আনিসুল হক বলেন, এটি একটি নৈশভোজ ছিল। তবে সেখানে দেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা উঠে এসেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বাণীতে বলেছিলেন, বিচারপতিদের অবসরের পর রায় লেখা সংবিধানপরিপন্থি। এ নিয়ে রাজনৈতিক মহল ও বিচারাঙ্গনে নানামুখী আলোচনা চলছে। গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অবসরে যাওয়ার পর কোনো বিচারকের রায় লেখা অসাংবিধানিক হতে পারে না। তার পরের অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বৈঠক অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৬   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ