সানি লিওনকে আমিরের শ্রদ্ধা!

Home Page » এক্সক্লুসিভ » সানি লিওনকে আমিরের শ্রদ্ধা!
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬



 sunny-aamir1453799262

বঙ্গ-নিউজ ডটকমঃ

গত ২৫ জানুয়ারি মুম্বাইয়ে রঙ দে বাসন্তি সিনেমার দশ বছর পূর্তি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। অনুষ্ঠানে সিনেমা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি সানি লিওনের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন এ অভিনেতা। জবাবে আমির জানান, নারী হিসেবে সানি লিওনকে শ্রদ্ধা করেন তিনি। কিছুদিন আগে সাংবাদিক ভুপেন্দ্র চৌবের সঙ্গে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন সানি লিওন। সেখানে পর্নো তারকা হওয়া নিয়ে তাকে নানা প্রশ্ন করা হয়। শুধু প্রশ্ন নয়, তার অতীত নিয়েও তীর্যক মন্তব্য করে খোঁচা দেওয়া হয়। তবে পুরো সাক্ষাৎকারটিতে মাথা ঠান্ডা রেখেই উত্তর দেন সানি। এরপরই ঘটে ঘটনা। উপস্থাপকের সমালোচনা এবং সানির প্রশংসায় মুখর হয়ে ওঠেন সকলে। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমি যখন তার সাক্ষাৎকারটি দেখছিলাম তাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেটি আমার খারাপ লেগেছে। আমি অনেক কষ্ট পেয়েছি। যদি গল্প ঠিক থাকে এবং সিনেমার চরিত্র পছন্দ হয় তাহলে তার সঙ্গে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। মানুষ এবং একজন নারী হিসেবে তাকে আমি শ্রদ্ধা করি। সানির ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আশা করছি তিনিও আমার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন।’ এর আগে সাক্ষাৎকারটি দেখে মাইক্রোব্লগিং সাইট টুইটারে আমির লিখেছিলেন, ‘সানি, আমি তোমার সঙ্গে কাজ করতে পারলে খুশিই হবো। তোমার অতীত নিয়ে সত্যিই আমার কোনো সমস্যা নেই, যেমনটা দেখাতে চাওয়া হয়েছে ইন্টারভিউতে। প্রার্থনা করি, মঙ্গল হোক তোমার। ভালোবাসা জানাই।’

বাংলাদেশ সময়: ১৬:০৪:০৬   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ