খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চট্টগ্রামে বিক্ষোভ।

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় চট্টগ্রামে বিক্ষোভ।
মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬



 sagir bai

বঙ্গ-নিউজ ডটকমঃ

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি। মঙ্গলবার সকাল ১১ টায় দলীয় কার্যালয় নাসিম ভবন কার্যালয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, সরকার ৫ জানুয়ারি অবৈধভাবে এক দলীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ঠিকে থাকার জন্য মরিয়া হয়ে পড়ছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে জিয়া পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা তিন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আসছে। গতকালের মামলাও একটি ষড়যন্ত্রের নমুনা। তিনি আরো বলেন, দেশের মানুষ গ্যাসের সমস্যায় জর্জরিত, লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান বিহীন বেকারে জর্জরিত। সর্বক্ষেত্রে ব্যর্থ এই অবৈধ সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাটের কালিমা ঢাকতে ও মানুষের দৃষ্টি ভিন্ন পথে প্রভাবিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দিপ্তী। প্রধান বক্তার বক্তব্যে মোশাররফ হোসেন দিপ্তী বলেন, জাতীয়তাবাদী যুবদল সবসময় সরকারের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছে। কোন ষড়যন্ত্র যুবদলের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পারবে না। জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি শাহ জাহান কবির শাহীনের সভাপতিত্বে ও নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা বাবু টিংকু দাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর যুবদলের সহ সভাপতি নূর আহমদ গুড্ডু, ইসমাইল বাবুল, আজমল হুদা রিংকু, সাহেদ আকবর, হাবিবুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মেহেদী, এ কে এ পেয়ারু, হাবিবুর রহমান মাসুম, আবদুল কাদের জসিম, এম এ রাজ্জাক, নুর হোসেন নুরু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:৫৯   ৩৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ