ভারতীয় অর্থমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক।

Home Page » অর্থ ও বানিজ্য » ভারতীয় অর্থমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক।
রবিবার, ২৪ জানুয়ারী ২০১৬



 001

বঙ্গ-নিউজ ডটকমঃ

দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলাকালীন ভারতের ইউনিয়ন অর্থমন্ত্রী অরুণ জেইটলীর সঙ্গে বৈঠক করেছেন গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গত ২১ জানুয়ারী অনুষ্ঠিত একান্ত এই বৈঠকটি চলে প্রায় চল্লিশ মিনিট। বৈঠকে ভারত সরকারের মুদ্রা ব্যাংকের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। ক্ষুদ্র উদ্যেক্তাদের ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র ও মাঝারী ঋণে রিফাইনান্সিং সুবিধা দিতে ভারতে সম্প্রতি মুদ্রা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। প্রফেসর ইউনূস ভারতের ক্ষুদ্রঋণ এনজিওদের ক্ষুদ্রঋণ ব্যাংকে পরিণত হতে ব্যাংকিং লাইসেন্স প্রদানের দৃঢ় পদক্ষেপের জন্য ভারতীয় অর্থমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, দরিদ্রতম মানুষদের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে এটি সবচেয়ে যথাযথ পদক্ষেপ। ড. ইউনূস আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো আত্মনির্ভরতা অর্জন করতে পারবে। সম্প্রতি প্রবর্তিত ভারতের নতুন কর্পোরেট সামাজিক দায়িত্ব (সিএসআর) আইনেরও প্রশংসা করেন ড. ইউনূস। এই আইনে ব্যবসাগুলোকে তাদের মুনাফার ২% সিএসআর কর্মকাণ্ডের জন্য আলাদা করে রাখতে হবে। ভারতীয় অর্থমন্ত্রী বেকার তরুণদের উদ্যোক্তায় পরিণত হতে উৎসাহিত করতে ভারতীয় সরকারের কর্মসূচি বর্ণনা করেন। জেইটলী বলেন যে, এক লক্ষেরও বেশী তরুণকে ইতোমধ্যে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রফেসর ইউনূস এ সময়ে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার সম্প্রসারণ সম্পর্কেও ভারতীয় অর্থমন্ত্রীকে ধারণা দেন। অর্থমন্ত্রী বাংলাদেশে সামাজিক ব্যবসা কর্মসূচি এবং এই কর্মসূচি কিভাবে বাংলাদেশের বেকারদের উদ্যোক্তায় পরিণত করছে - এ বিষয়ে প্রফেসর ইউনূসের কাছে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে ভারতীয় কর্মসূচি ও বাংলাদেশের কর্মসূচির মধ্যে পার্থক্য কী তা জানতে চান।

বাংলাদেশ সময়: ০:৩৮:১৯   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ