‘ফেসবুক’ বন্ধুর হাতে তরুণী খুন!

Home Page » এক্সক্লুসিভ » ‘ফেসবুক’ বন্ধুর হাতে তরুণী খুন!
শুক্রবার, ২২ জানুয়ারী ২০১৬



 112020_untitled-2_113578

বঙ্গ-নিউজ ডটকমঃ
ফেসবুক-বন্ধুত্বের জেরে খুন হলেন বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী কুসুম সিংলা। মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর আবাসন থেকে কুসুমের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ল্যাপটপের তার জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে কুসুমকে। ধারালো কোনও জিনিস দিয়েও তাঁকে আঘাত করা হয়েছিল বলেও পুলিশের সন্দেহ। বুধবার সকালে হরিয়ানা থেকে অভিযুক্ত সন্দেহে সুখবীর সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর অগস্ট মাসে গুড়গাঁও থেকে বদলি হয়ে বেঙ্গালুরুতে আসেন কুসুম। জুনিয়র কলেজ রোডের একটি আবাসনে নিধি নামে এক বান্ধবীর সঙ্গে থাকছিলেন তিনি। অন্য একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন নিধি। মাস তিনেক আগে হরিয়ানার বাসিন্দা সুখবীর সিংহের সঙ্গে ফেসবুকে আলাপ হয় ৩১ বছরের কুসুমের। ফোন নম্বর বিনিময়ও হয়। এর পরই তাঁরা সিদ্ধান্ত নেন দেখা করবেন। গত মঙ্গলবার দুপুরে কুসুমের সঙ্গে দেখা করতে হরিয়ানা থেকে বেঙ্গালুরু আসেন সুখবীর। জেরার মুখে সুখবীর জানান, মেয়েটির ফ্ল্যাটে গিয়েছিলেন তিনি। এর পর টাকাপয়সা নিয়ে কুসুমের সঙ্গে ঝগড়া বাধে তাঁর। হরিয়ানায় ফিরে যাওয়ার জন্য কুসুমের কাছে ৫০ হাজার টাকা চেয়েছিলেন সুখবীর। শেষ পর্যন্ত ৫ হাজার টাকায় রফা হলেও সেই টাকা দিতে রাজি হননি কুসুম। রাগের বশেই সুখবীর কুসুমকে খুন করেন বলে দাবি পুলিশের। সিসিটিভি ফুটেজ ও আবাসনরক্ষীর কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, বিকেল সওয়া তিনটে নাগাদ কুসুমের এটিএম কার্ড ও চেকবুক হাতিয়ে আবাসন থেকে বেড়িয়ে যান সুখবীর। পুলিশ সূত্রের খবর, কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়ে যায় কুসুমের। গত বছর দেহরাদূনের একটি ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাঁর। তবে অজ্ঞাত কারণে সেই সম্পর্কও ভেঙে যায়। এর পরই বেঙ্গালুরু চলে আসেন কুসুম। মেয়ের মৃত্যুর খবর পেয়ে বুধবার রাতে বেঙ্গালুরুতে এসেছেন কুসুমের বাবা-মা ও ভাই। বান্ধবী নিধি ও কুসুমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, প্রায়শই বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইট ও সোশ্যাল মিডিয়ায় লোকজনের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন কুসুম। তাঁদের সঙ্গে দেখাও করতেন তিনি। আগেও কয়েক বার এই ভাবে প্রতারিত হয়েছেন। ফেসবুক-টুইটারের বন্ধু পাতানো আসলে কতটা নিরাপদ, কুসুমের এই মৃত্যু ফের সেই প্রশ্নকেই উসকে দিল। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা।

বাংলাদেশ সময়: ১৩:২২:৪৮   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ