সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ।

Home Page » ক্রিকেট » সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ।
রবিবার, ১৭ জানুয়ারী ২০১৬



 bangladesh21452956382

বঙ্গ-নিউজ ডটকমঃ

এশিয়া কাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না টিম বাংলাদেশ। প্রস্তুতি ও সঠিক কম্বিনেশন পেতে পরীক্ষা-নিরীক্ষা চালালেও ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের চার ম্যাচই জিততে চায় টাইগাররা। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতে এরই মধ্যে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। রোববার খুলনায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের আগের দিন সাব্বির রহমান নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘সব সময় জয়ের পরিকল্পনা করেই আমরা মাঠে নামি। বছরের প্রথম ম্যাচটি জিততে পেরে শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপের আগে এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’ গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের সঙ্গে ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার আর সেই পুনরাবৃত্তি চায় না বাংলাদেশ। অতিথীদের বিপক্ষে চারটি ম্যাচ জেতার প্রত্যয় টাইগারদের। অবশ্য জিম্বাবুয়ের মতো ‘দূর্বল’ প্রতিপক্ষের বোলিং আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে! অনেকেই বলছেন, বারবার এ দলটির বিপক্ষে না খেলে অন্য কোনো ‘ভালো’ দেশের বিপক্ষে খেললে প্রস্তুতি আরো ভালো হত বাংলাদেশের। তবে সাব্বির রহমান বলছেন উল্টো কথা, ‘জিম্বাবুয়ের বোলিং আক্রমণ ভালো না, আমার কাছে এরকমটা মনে হয়নি। বল তো বলই। সেটা যে বলই হোক। এখানে অনূর্ধ্ব-১৩ দল করলেও বল, অনূর্ধ্ব-১৫ দল করলেও বল, আন্তর্জাতিক বোলার করলেও বল। সব ব্যাটসম্যানের জন্য (আউট করতে) একটা ভালো বলই যথেষ্ট। আমি কখনোই এরকম কিছু মনে করিনি।’

বাংলাদেশ সময়: ১২:৪৯:০০   ২৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ