ফেসবুকের একযুগে জাকারবার্গ যা চান

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ফেসবুকের একযুগে জাকারবার্গ যা চান
বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬



৪ ফেব্রুয়ারি ফেসবুকের জন্মদিনে বন্ধু দিবস পালনের আহ্বান জানিয়েছেন জাকারবার্গ।৪ ফেব্রুয়ারি ফেসবুকের জন্মদিনে বন্ধু দিবস পালনের আহ্বান জানিয়েছেন জাকারবার্গ।

বঙ্গনিউজ ডটকমঃ বলুন তো ফেসবুকের বয়স কত হলো? ৪ ফেব্রুয়ারি ১২ বছর বয়স হবে ফেসবুকের। বিষয়টি নিয়ে দারুণ রোমাঞ্চিত এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আজ বুধবার ফেসবুকে একটি পোস্টে এক যুগ আগে ২০০৪ সালের জানুয়ারি মাসের এমন এক দিনে ফেসবুকের জন্য প্রথম কোড লেখার স্মৃতিচারণা করেছেন তিনি।

ফেসবুক তৈরি নিয়ে জাকারবার্গ লিখেছেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহজে যোগাযোগ করার লক্ষ্যে ফেসবুক তৈরির ধারণাটি তাঁর মাথায় আসে। ছোট একটি পোর্টাল থেকে ফেসবুক বর্তমানে বিশ্বজুড়ে ১৫০ কোটি মানুষের সামাজিক যোগাযোগের নেটওয়ার্কে পরিণত হয়েছে।

ফেসবুকের এই এই যুগ পূর্তির দিনটিকে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি হ্যাসট্যাগ ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করতে চান জাকারবার্গ। ফেসবুক ব্যবহারকারীদের কাছে এই দিনটি ফেসবুকে বন্ধুদিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়েছেন ফেসবুকের বর্তমান প্রধান নির্বাহী।

গত এক যুগের যাত্রায় ফেসবুক শুধু আর ফেসবুকেই সীমাবদ্ধ নেই। বিভিন্ন ধরনের প্রকল্প, উদ্যোগ, প্রযুক্তি ও নতুন ধারণা নিয়ে বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে ফেসবুকে টেনে আনার চেষ্টা করে যাচ্ছেন জাকারবার্গ।

জাকারবার্গ তাঁর লেখা পোস্টটিতে বন্ধু নিয়ে বিভিন্ন গল্প মন্তব্য হিসেবে পোস্ট করতে বলেছেন। এগুলো তিনি যতগুলো সম্ভব পড়বেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যে তাঁর এই পোস্টে লেখা মন্তব্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫:২২:১৬   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ