১০ নাবিকসহ মার্কিন নৌ-যান আটক করেছে ইরান।

Home Page » আজকের সকল পত্রিকা » ১০ নাবিকসহ মার্কিন নৌ-যান আটক করেছে ইরান।
বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬



 131395_1

বঙ্গ-নিউজ ডটকমঃ

মার্কিন দুটি টহল নৌ-যান ও তার ১০ জন নাবিককে আটক করেছে ইরান। মার্কিন কর্মকর্তারা বলছেন, নৌ-যান দুটি কুয়েত এবং বাহরাইনের মধ্যকার জলসীমায় একটি প্রশিক্ষণ অভিযানে অংশ নিচ্ছিল এবং একটি নৌ-যান কারিগরি ত্রুটির কারণে ইরানের জলসীমায় ভেসে যায়। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, কুয়েত থেকে বাহরাইন যাবার পথে তারা আটক দুটি নৌ-যানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।
তিনি বলেন, পরবর্তীতে ইরানিরাই তাদের জানান যে, নাবিকরা নিরাপদ আছেন। ঘটনাটি ঘটেছে ইরানের ফার্সি দ্বীপের কাছে। ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের সঙ্গে যোগাযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তাসংস্থা এপির একজন কর্মকর্তা বলছেন, দ্রুত ফলাফলের জন্য ব্যক্তিগতভাবে জাভাদ জারিফের সঙ্গে কথা বলেছেন জন কেরি। ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে কয়েক বছরের দীর্ঘ বৈঠকের কারণে এই দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয়েছে। তবে, যুক্তরাষ্ট্র কারিগরি ত্রুটির কথা বললেও ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স বলছে, ইরানের জলসীমায় অনুপ্রবেশের কারণে দেশটির রেভ্যুলশনারি গার্ড নয়জন পুরুষ এবং একজন মহিলাকে আটক করেছে। যদিও ওয়াশিংটন বলছে, নাবিকদের দ্রুত ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। তবে, কবে তাদের ফিরিয়ে দেয়া হবে তা এখনো পরিষ্কার নয়। গত ডিসেম্বরে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌ-যানের কাছে রকেট পরীক্ষা চালায় ইরানের নৌ-বাহিনী। সে সময় মার্কিন একজন সামরিক কর্মকর্তা ওই পরীক্ষাকে ‘উচ্চমাত্রার প্ররোচণা’ বলে অভিহিত করেছিলেন। সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১২:৫৩:০৬   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ