পদ্মাসেতুতে প্রায় ৭হাজার কোটি বরাদ্দ রেখে এডিপি অনুমোদন

Home Page » অর্থ ও বানিজ্য » পদ্মাসেতুতে প্রায় ৭হাজার কোটি বরাদ্দ রেখে এডিপি অনুমোদন
মঙ্গলবার, ২৮ মে ২০১৩



n-e-c-beping-bg20130528033545.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ প্রথমবারের মতো স্বায়ত্বশাসিত সংস্থাগুলোর নিজস্ব উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অন্তর্ভুক্ত করে ২০১৩-২০১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকাসহ সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরিবহন খাতে।

অনুমোদিত এডিপি’র আকার দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থ ৪১ হাজার ৩০৭ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা এবং স্বায়ত্বশাসিত সংস্থার নিজস্ব অর্থায়ন ৮ হাজার ১১৪ কোটি টাকা।

শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় মঙ্গলবার নতুন এডিপি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পদ্মাসেতুর গুরুত্ব বিবেচনায় এডিপিতে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মাসেতু প্রকল্পে ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দসহ পরিবহন খাতে মোট বরাদ্দের পরিমাণ ১৫ হাজার ৩৭৪ কোটি টাকা, যা পুরো এডিপির প্রায় ২৩ দশমিক ৩৪ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ খাতে। এর পরিমাণ ৯ হাজার ৫৩ কোটি টাকা এবং এটি এডিপির প্রায় ১৩ দশমিক ৭৪ শতাংশ। তুলনামূলক অধিক বরাদ্দ পাওয়া অন্য খাতগুলো হলো: শিক্ষা ও ধর্ম- ৮ হাজার ৭৬৬ কোটি টাকা। এটি এডিপির ১৩ দশমিক ৩১ শতাংশ।

পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান ৬ হাজার ৬২২ কোটি টাকা, যা এডিপির ১০ দশমিক ০৫ শতাংশ। ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ ৫ হাজার ৪৫৪ কোটি টাকা, যা এডিপির ৮ দশমিক ২৮ শতাংশ। স্বাস্থ্য, পুষ্টি জনসংখ্যা ও পরিবার কল্যাণ ৪ হাজার ২৪০ কোটি টাকা, যা এডিপির ৬ দশমিক ৪৪ শতাংশ এবং কৃষি খাতে ৩ হাজার ৭২১ কোটি টাকা।

নতুন এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৬টি। এর মধ্যে ২০১২-২০১৩ অর্থবছরের সংশোধিত এডিপি থেকে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯৯৬টি। বরাদ্দসহ নতুন প্রকল্প ৫০টি এবং স্বায়ত্বশাসিত সংস্থা/করপোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্প ১৩০টি।

এছাড়া, এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা ৬৬১টি। সম্ভাব্য সমাপ্য প্রকল্পের সংখ্যা ৩০৫টি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীন প্রকল্পের সংখ্যা ৪৪টি।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম সভার বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত এডিপি সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে ব্রিফিংয়ে আশা প্রকাশ করা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার (বীর উত্তম), কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ এনইসির অন্য সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, পরিকল্পনা কমিশনের সদস্যরা, মন্ত্রণালয়ের সচিবরা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৩   ৫২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ