ডিজিটাল আইসিটি মেলার লোগো উন্মোচন

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ডিজিটাল আইসিটি মেলার লোগো উন্মোচন
রবিবার, ১০ জানুয়ারী ২০১৬



‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামে তথ্য ও প্রযুক্তি মেলা শুরু হবে ২০ জানুয়ারি। আজ রোববার ছয় দিনের ওই মেলার লোগো উদ্বোধন করেন কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান।বঙ্গনিউজ ডটকমঃ ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানে দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) শুরু হতে যাচ্ছে ৬ দিনের ডিজিটাল আইসিটি মেলা। এ মেলা উপলক্ষে আজ রোববার (১০ জানুয়ারি) কম্পিউটার সিটি সেন্টারে লোগো উন্মোচন ও এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি।

 

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ নামে এ মেলা ২০ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় ৬৫০ টির বেশি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তির কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা ও ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির সর্বশেষ নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। মেলায় প্রযুক্তি পণ্যের ওপর বিশেষ ছাড় ও উপহার দেওয়া হবে।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহেসান বলেন, মাল্টিপ্ল্যান সেন্টারে সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে এ মেলা। এবারে মেলা হবে বড় পরিসরে। এতে জাঁকজমক থাকবে বেশি। মেলা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মেলার সদস্যসচিব সুব্রত সরকার বলেন, ‘এ মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। মেলা উপলক্ষে এবার বিশেষ আয়োজন হিসেবে থাকছে-প্রযুক্তি পণ্যের ওপর আকর্ষণীয় মূল্যছাড়। মেলা চলাকালীন সময় প্রতিদিন থাকবে র‍্যাফেল-ড্র, ফ্রি ইন্টারনেট, ওয়াই-ফাই, গেমিং জোন, ফটোগ্রাফি ও সেলফি প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব ও আধুনিক প্রযুক্তি পণ্যের প্রদর্শনীসহ নানা আয়োজন।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশের জন্য লাগবে ১০ টাকার টিকিট। মেলায় স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে ঢুকতে পারবে। প্রতিটি পণ্যের সঙ্গে পুরস্কার ও শিশুদের বিশেষ পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে। মেলার গোল্ড স্পনসর-এইচপি, আসুস, স্যামসাং ও লেনোভো। সিলভার স্পনসর-লজিটেক এবং এমএসআই। এ ছাড়া স্পনসর হিসেবে আছে-টিপি লিংক, রেপো এবং ইসেট।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১৪   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিজ্ঞান-প্রযুক্তি’র আরও খবর


ব্যবহৃত ল্যাপটপ ওয়ারেন্টিসহ বিক্রি করছে Device mama
ইতিহাসে প্রথম, ল্যাবে তৈরি রক্ত মানুষের দেহে !
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
যবিপ্রবির ৯ কর্মকর্তা-কর্মচারীর সনদ জাল- আইনি ব্যবস্থা গ্রহণ
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে এবং দৈনিক লেনদেনও ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
চাঁদের উদ্দেশে নাসার রকেট উড়াল দেবে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়বে রাশিয়া
“Whatsapp” এ কল রেকর্ড করবেন যেভাবে ?
তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমান; ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর

আর্কাইভ