বঙ্গ-নিউজ ডটকমঃ
নেছার এ নিশানঃ
রাজধানীতে চলছে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো। মেলার দ্বিতীয় দিনে আজ শুক্রবার প্রচুর দর্শক সমাগম হয়। মেলায় স্মার্টফোনের দামে দেয়া হয়েছে ছাড়।
স্মার্টফোন মেলার শুরুতেই ভিড় জমেছে গ্যাজেট গ্যাং সেভেনের মিনি প্যাভিলিয়নে। ক্রেতা দর্শনার্থীর নজর ‘বেসম্ভব’ অফারের জিওমি রেডমি নোট টু স্মার্টফোনে। মেলা উপলক্ষে রেগুলার দাম ১৭ হাজার ৭০০ টাকা হলেও মেলায় মূলছাড় দিয়েছে চার হাজার টাকা। মাত্র এক হাজার টাকায় বুকিং দিতে পারছেন দুই জিবি র্যাম ও ১৬ জিবি রমের এই হ্যান্ডসেটটি। যা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। পিছনে ১৩ মেগা পিক্সেল আর সামনে ৬ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আছে ৬.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে।
এবারের মেলায় জিওমি রেডমি টু চার হাজার টাকা কমে সাত হাজার ৭০০ টাকায় দিচ্ছে। আর তাদের আনা জি৭ মডেলের ট্যাবলেট ক¤িপউটারে ছাড় দিয়েছে দুই হাজার টাকা। সেটি এখন পাওয়া যাচ্ছে ৫ হাজার ৭০০ টাকায়।
মেলায় লেনোভো ট্যাব কিনলেই মিলছে আকর্ষণীয় টি শার্ট ও তিন থেকে সাত হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড়। স্লোগান দিয়ে এসব ছাড়ের কথা দর্শনার্থীদেরকে জানানো হচ্ছে। আট মডেলের ট্যাবের প্রদর্শনী রয়েছে স্টলটিতে।
১১টি ভিন্ন মডেলের স্মার্টফোন এবং ২টি ট্যাবলেট নিয়ে স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন করছে হুয়াওয়ে। এক্সপোতে সর্বনি¤œ ৪,৯৯০ টাকা থেকে সর্বোচ্চ ৫২,৭৫০ টাকার মধ্যে ক্রেতারা হুয়াওয়ে পণ্য কিনতে পারবেন। প্রতিটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৯% ডিসকাউন্ট পাওয়া যাবে। ১০,৩৫০ টাকায় সাত ইঞ্চি ও ২৫,৫০০ টাকায় ১০ ইঞ্চির টিওয়ান মডেলের ট্যাব নিয়ে এক্সপোতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে হুয়াউয়ে।
এই শীতে স্মার্টফোন ও ট্যাবের মেলায় অফার দিয়ে দর্শনার্থী ও ক্রেতাদের গরমের অনুভূতি দিচ্ছে ওকাপিয়া মোবাইল। বেশ কয়েকটি হ্যান্ডসেটে মূল্যছাড় ও ক্যাশব্যাক অফার দিয়েছে দেশীয় এই মোবাইল ব্র্যান্ড। সর্বোচ্চ দুই হাজার ২০০ টাকা মূল্যছাড় আর ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে।
মেলা উপলক্ষে গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেইসবুক পেইজে (www.facebook.com/STExpo) ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’ নামক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২, এলিট মোবাইল ও হুয়াওয়ের পক্ষ থেকে স্মার্টফোন জিতে নিতে পারবেন।
মেলার টিকিট এর মূল্য ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং পরিচয়পত্র প্রদর্শন করে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এছাড়া techshohor.com -এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে প্রবেশপথে প্রদর্শন করেও বিনা টিকিটে মেলায় প্রবেশ করা যাচ্ছে। এ বিষয়ে টিকিট বুথে বিস্তারিত নির্দেশনা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্যাভিলিয়ন, ৫ টি মিনি প্যাভিলিয়ন ও ১০ টি স্টল রয়েছে মেলায়। দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে বৃহস্পতিবার থেকে চলছে তিন দিনের এই স্মার্টফোন ও ট্যাব মেলা। চলবে শনিবার পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৮:১৭:৫২ ৪০২ বার পঠিত